এই এক-ই আকাশের নীচে থাকি তুমি ও আমি
প্রতিদিন তোমার বাড়ির প্রায় কাছাকাছি রাস্তা দিয়ে যায়
যে বাতাসগুলো তোমাকে স্পর্শ করে
সেগুলোও হয়ত আমাকে স্পর্শ করে
আচ্ছা প্রীয়সি পৃথিবী আমাদের এত আপন করে
এ ভাবে ফেলে দিল কেন?
সীমানা পেরুলো আইন লঙ্ঘন হয় কেন?
দেখ ইশ্বরের সৃষ্ট নৃশংস মানুষগুলো দেহ ও ভালবাসাগুলো
কিভাবে পাহারা দিচ্ছে,দখল করছে
খুব সাধ করে ইশ্বরের পৃথিবীতে তোমাকে একবার
স্পর্শ করে আসি,সম্ভব নয়
দেখ নোংরা দেহখানি কত দামি?
অন্তরের চাহিদার কোন দাম নেই।
1 thought on “অন্তরের চাহিদার কোন দাম নেই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আজকের লিখাটি অনেক বেশী হৃদয়গ্রাহী মনে হলো।
শুভ সকাল কবি। ভালো থাকুন। অশেষ শুভকামনা। ধন্যবাদ।