আবার উঠে দাঁড়াই

যার নুন আনতে পান্তা পুরায়!
তার আবার উচ্ছাকাঙ্খা!
আমি তো সুখের সাথে সম্পর্ক ছিন্ন করেছি কবেই!
দুঃখ আমার মেহমান, এখন তার সাথেই কাটাই বারমাস,
দুঃখ আমার বারমাস ঘরের মেহমান,
তার কাছে শিক্ষা পাই জীবনের।
পদে পদে বিপদ! একেকটি ঝড়ো হাওয়া উড়িয়ে নেয় সব!
তখন উচ্ছাকাঙ্খার জমিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় একদম!
উচ্ছাকাঙ্খার স্টেশন ফাঁকা, কোনো যানজট নেই,
আমি একা!,,,,,,,,,একদম একা!!!
একা একা দুঃখ ফেরী করি আরও!

ওরা এখন আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে!
ওদের নিয়েই আমি আবার উঠে দাঁড়াই!

2 thoughts on “আবার উঠে দাঁড়াই

  1. কিছু মুদ্রণ বিভ্রাটের মাঝেও আপনার লিখাটি পড়ে বুঝে নেবার চেষ্টা করলাম।
    জীবনের কোন না কোন সময় টার্ন নিতেই হয়। ঘুরে দাঁড়াতে হয়।

    আপনার জন্য শুভকামনা প্রিয় কবি। এগিয়ে যান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।