এখনও স্বপ্ন দেখি
জানো তোমরা আমি এখনও স্বপ্ন দেখি
দেখতে দেখতে জীবনের অর্ধেক পার
এখন-ও আমাকে নিয়ে স্বপ্নেরা খেলা করে
যেই-ই ভাবি আর কইদিন-ইবা বাঁচব
তারচেয়েরও বেশী স্বপ্নেরা আমার সাথে কথা বলে
সেদিন স্বপ্নেরা এসে বলেছিল
তোমার আর-ও কিছু করার আছে
তোমার অনেক কিছু পাবার আছে
তোমার জন্যে আসল পুরস্কারটা তোলা আছে
তোমার আসল কাজটা বাকি আছে
আমার কি বাকি আছি,প্রাপ্য আছে
তা আজ অবধি আমি আবিষ্কার করতে পারলাম না
সারাদিন কাজ শেষে কর্মক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরি
সবার মত আমার বউ বাচ্চা সংসার কাজ আছে
এর মাঝে স্বপ্নেরা আমাকে বলে
তোমার আরো কিছু করার আছে
তোমার আসল পুরস্কারটা বাকি আছে।
জীবন থেকে নেয়া কবিতার প্রতিটি অনুভব। সুন্দর লিখন মি. খালিদ মোশারফ।