একবার দিন মজুর সাজি
একবার কাঠুরে সাজি
একবার সাজি ধনকুবের
এভাবে আয়নায় দেখি নিজেকে
তারপরে নিজের আসল রুপটাও দেখি
হাঁটতে হাঁটতে স্বর্গে যায়
হুরদের নাচ দেখি
হুরদের পেট নাভী স্তন দেখি
তারপর বাড়ী আসার পথে
নরকটাও একটু দেখে আসি
আগুনের শ্যাঁক, পুঁজের শরবত দেখে
দৌড়ে বাড়ী পালিয়ে আসি
এইভাবে রুপ পাল্টাচ্ছি
ছোট বেলায় ভাবতাম বৃষ্টি হলে ব্যাঙের ছাতার নীচে আশ্রয় নেবো
কতবার যে আশ্রয় নিয়েছি
কিন্তু সব-ই মনে মনে ঘটে
মনে মনে রাজা হয়
মনে মনে কবর খুড়ি
মনে মনে যা খুশি তাই করি
আকাশ ও পৃথিবীর মাঝে
ধুলো বালির সাথে গড়াগড়ি করি
তারপর ছেড়া জামা গায়ে দিয়ে পাগোলের
মত সুখ খুঁজি।
.
খালিদ মোশারফ।
যেখানে যেমন অবস্থাতেই থাকুন না কেনো সব সময় নিরাপদে থাকবেন এই শুভেচ্ছা।
পোস্টে মন্তব্যদাতাদের মন্তব্যের কোন উত্তর নেই।