কল্পনার রাজ্য

একবার দিন মজ‌ুর সা‌জি
একবার কাঠু‌রে সা‌জি
একবার সা‌জি ধনকু‌বের
এভা‌বে আয়নায় দে‌খি নি‌জে‌কে
তারপ‌রে নি‌জের আসল রুপটাও দে‌খি
হাঁট‌তে হাঁট‌তে স্বর্গে যায়
হুর‌দের নাচ দে‌খি
হুর‌দের পেট নাভী স্তন দে‌খি
তারপর বাড়ী আসার পথে
নরকটাও একট‌ু দে‌খে আসি
আগু‌নের শ্যাঁক, পুঁজের শরবত দে‌খে
‌দৌ‌ড়ে বাড়ী পা‌লি‌য়ে আসি
এইভা‌বে রুপ পাল্টা‌চ্ছি
ছোট বেলায় ভাবতাম বৃ‌ষ্টি হ‌লে ব্যা‌ঙের ছাতার নী‌চে আশ্রয় নে‌বো
কতবার যে আশ্রয় নি‌য়ে‌ছি
‌কিন্তু সব-ই ম‌নে ম‌নে ঘ‌টে
ম‌নে ম‌নে রাজা হয়
ম‌নে ম‌নে কবর খু‌ড়ি
ম‌নে ম‌নে যা খুশি তাই ক‌রি
আকাশ ও পৃ‌থিবীর মা‌ঝে
ধ‌ু‌লো বা‌লির সা‌থে গড়াগ‌ড়ি ক‌রি
তারপর ছেড়া জামা গা‌য়ে দি‌য়ে পা‌গো‌লের
মত সুখ খুঁ‌জি।

.
খা‌লিদ মোশারফ।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

3 thoughts on “কল্পনার রাজ্য

  1. যেখানে যেমন অবস্থাতেই থাকুন না কেনো সব সময় নিরাপদে থাকবেন এই শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. পোস্টে মন্তব্যদাতাদের মন্তব্যের কোন উত্তর নেই। Frown

মন্তব্য প্রধান বন্ধ আছে।