চিঠির পত্র ৭

আসলে আমার সবাই চিঠি লেখা ভুলতে বসেছি। তাই আমি ঠিক করেছি আমরা যারা ব্লগে আসি তারা যদি একজন অন্যজনকে চিঠি লিখি তবে তা কেমন হয় !! মানে যে কেউ যদি আমার কাছে চিঠি লেখে (তা হোক কবিতা কিংবা গল্প অথবা সাধারণ বাজারের লিষ্ট বা টাকা চাহিয়া পুত্রের পত্র) আমি তার প্রতি উত্তর দেবো।

যেমন দেয়া হয়েছে। আপনারা যারা চিঠি লিখবেন তারা একটা ধারাবাহিকতা বজায় রাখবেন যেমন, চিঠি -১, চিঠি -২ এই ভাবে। আর আমি উত্তর দেবো পত্র-১, পত্র-২ এই ভাবে। সুন্দর হোক ব্লগিং।

আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি চিঠির পত্র এর ৭ম পর্ব। এবারের চিঠি নিয়েছি – ছন্দ হিন্দোল‘র লেখা ”ছেঁড়া পাতা“ থেকে এবং আমি তার উত্তর দিতে চেষ্টা করছি।

ছেঁড়া পাতা

শ্রাবণের মেঘে ঢাকা আকাশ বর্ষণ মুখর
রিম ঝিম বরষে।
ফুলে ফুলে ঢাকা হাস্নু হেনার ঝাড়
সুবাসিত আন্দোলিত হরষে।
মনে পড়ে ফেলে আসা
সেই সব দিন।
বয়সের ভারে ক্ষয়িষ্ণু, ম্রিয়মাণ,
দৃষ্টি হয়েছে ক্ষীণ।
তবুও মনে পড়ে যেন
সেদিনের স্মৃতি।
মাটি ও মায়ের সাথে
বিজড়িত বিস্তৃতি।
বৃষ্টিতে ভিজে মাছ ধরা,
বন বাদাড়ে ঘোরা, গাছে চড়া।
বন্ধুদের সাথে শাপলা তোলা
সাঁতার কাটা নৌকা চড়া।
পাখির বাসায় হানা দেওয়া,
ফড়িং প্রজাপতির পেছনে ছোটা।
ছেড়া ছেড়া স্মৃতি গুলো এখনো জ্বলজ্বলে
যেনো রঙ্গিন পদ্ম ফোটা।
জীবনের শেষ প্রান্তে এসে
অনেক কিছুই আজ বিলীন।
মনে হয় স্মৃতির পাতা মুছে যাবে
হয়ে যাবে লীন।
আজ বড় সাধ হয় নতুনের সাথে ভাগ করে নেই
আমার স্মৃতি কথা।
বুক ভরা আশা নিয়ে ছেড়ে দিলাম
আমার ছেঁড়া পাতা।
এটাই আমার নতুনের কাছে লিখা চিঠি।
উত্তর পেলে খুশি হব।

যদিও গতানুগতিক চিঠি থেকে ভিন্ন …
শুভেচ্ছা ও শুভকামনায়
ছন্দ হিন্দোল
________

venus17

আমার উত্তরঃ

প্রিয় সিনিয়র
ছন্দ হিন্দোল।

আজ আকাশে তারার মেলা
নিয়ন জ্বলা রাত
ফুলবাগানে এক কোনেতে
অষ্টাদশীর চাঁদ।
ছেড়া পাতায় জুড়ে দিলাম ভালোবাসার নাম
স্মৃতি তোমার ভাগাভাগি; আমাদের সম্মান।
স্মৃতিরা হয় ইতিহাস আমাদের বিশ্বাস
তাকে নিয়ে এগিয়ে চলা আমাদের আবাস।
বনবাদাড় মন ঘুরে যায় পাইনা সেই স্বাধ বুকে
আমারা থাকি বন্ধিশালায় তোমরা ছিলে সুখে।
নৌকা চলা, মাছ ধরা বা ঘুড়ি ওড়ানোর দিন
মোদের কাছে স্বপ্ন সে সব যতই হই নবীন।
তোমার স্মৃতি খাচ্ছে পুড়ে ভাবছো বসে তাই
আমরা নবীন সে সব দিনের গল্প শুনে যাই।
শুধুই ভাবি এখন কেনো আসে না সেই ক্ষন
বন্ধ ঘরের চিলেকোঠায় ডুকরে ওঠে মন।
মায়ের সাথেই থাকি মিশে ভালোবাসা আর ভয়ে
মাটির ঘ্রান পাইনা কোন যাচ্ছে জীবন ক্ষয়ে।

ইতি
আমারা নতুন..
খেয়ালী…
__________

5 thoughts on “চিঠির পত্র ৭

  1. চিঠি এবং চিঠির প্রত্যুত্তর অসাধারণ একটি আয়োজন নিঃসন্দেহে।
    সিরিজটি লেখক বন্ধুদের অংশগ্রহণ নিয়মিত থাকলে পাঠকপ্রিয় হতে বাধ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ওয়াও,
    জয়তু নবীন,
    ধন্যবাদ খেয়ালী
    সুন্দর উত্তরের জন্য

    অবাধ ছিল মনের আকাশ
    প্রকৃতিতেই বেড়ে উঠা।,
    চাওয়া পাওয়ার হিসেব ছিলনা
    সরল অঙ্কের জীবন।

    গগন চুম্বী চার দেয়ালে
    ভাবনারা ছড়াচ্ছে দিগন্তে।
    শাসনের ভারে হারিয়ে না যাক
    নিউ ক্লিয়ার জীবন

    নতুনের হাত ধরে জোনাকির আলো
    নিয়নে করছে জয়।
    সময়ের ব্যবধানে মাঠ,ঘাট,বন,বাদাড়
    নবীন পুরেছে মুঠোয়।

    ভালোবাসার লেমিনেশনে ধন্য
    এ জীবন ভার।
    নতুনের পরশে ছেঁড়া পাতার হোক
    বাকি খেয়া পার।

  3. ওয়াও,
    জয়তু নবীন,
    ধন্যবাদ খেয়ালী,
    সুন্দর উত্তরের জন্য।

    অবাধ ছিল মনের আকাশ,
    প্রকৃতিতেই বেড়ে উঠা।
    চাওয়া পাওয়ার হিসেব ছিলনা,
    সরল অঙ্কে গড়া।

    গগন চুম্বী চিলেকোঠায় নবীনেরা,
    ভাবনা ছড়াচ্ছে দুরন্ত পরবার।
    শাসনের ভারে হারিয়ে না যাক
    জীবন নিউ ক্লিয়ার।

    নতুনের হাত ধরে জোনাকির আলো
    নিয়নে করছে জয়।
    সময়ের ব্যবধানে মাঠ,ঘাট,বন,বাদাড়
    নবীন পুরেছে মুঠোয়।

    ভালোবাসার লেমিনেশনে ধন্য
    এ জীবন ভার।
    নতুনের পরশে ছেঁড়া পাতার হোক
    বাকি খেয়া পার।

  4. চিঠি পত্র অসাধারন একটি ভালো উদ্যোগ ! ভীষণ ভালো লাগলো খেয়ালী মন ভাই এর চিঠি এবং প্রতিউত্তর ! সকলের অংশ গ্রহনে এই আয়োজনটি কালের সাথে কলেবরে বৃদ্ধি পাবে এবং দীর্ঘ আয়ু লাভ করবে আশা করি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।