স্মৃতিপথে সুখের তোরঙ

স্মৃতিপথে সুখের তোরঙ

টুকরো মেঘ হয়ে ভিজিয়ে দিয়েছো সারাটা শহর তবুও পথিক হয়ে হেঁটে যাই অচেনা গন্তব্যে বিরামহীন ; কখনো পা পিছলে কাদাজলে যদি শরীর হয় কলঙ্কিত ভেবে নেবো স্রোতের বিপরিতে ভূগোলবিদ্যা জানতে পারিনি কোনদিন। চাঁদের অালোয় পরিপূর্ণ আলোকিত তাজমহলেও জড়িয়ে আছে অপূর্ণ দুঃখের বিলাপ।

সত্যি কিন্তু তাই নয় যেখান চোখের সীমানা আকাশ মাটি বা সমান্তরাল রেলপথ দৃষ্টিপথে মিলন রেখায় সমান্তরাল। আমি ভালোবাসি ভালোবাসার জন্য, কাব্যিক স্বাধ স্বপ্নিল আবেগ জীবনভর উজানের নৌকা ; আশাহত না হয়ে গন্তব্যে পৌছানোর ধারাবাহিক চলা এনে দিতে পারে ছন্দোবদ্ধ সুর।

যার জন্য অঘোষিত স্বাধ স্বপ্নময় হতে পারতো; সেই কারুকাজ করা হাতের চুড়ি পাহাড়ের চূড়ায় মেঘের আলিঙ্গনের অপেক্ষার প্রহর গোনে। আমার কি দায় শুঁকনো মাটি হবার, মরূদ্যান মাঝে ক্যাকটাস খুব কি আশাহত জীবনী। যাও ভেসে যাও মেঘের মত দেশ পালিয়ে দেশান্তরে … আমি না হয় চাতক হয়েই অষ্ট প্রহর কষ্টেসৃষ্টে ডানায় ভাসি ;

খুব বেশী নয় অল্পসল্প সুখেরকাঁটায় দুঃখ গাঁথি মালার মত
মেঘ হয়ে ভিজিয়ে দিও দুঃখের মালার গভীর ক্ষত।

আর কিছু নয়
এমন করেই দিনের শেষে
গল্প গুলো রাখবো তুলে
যেমন থাকে খেলনাপুতুল
বাক্সবন্দি বয়সকালে।
______________

* ছবি নেট থেকে।

7 thoughts on “স্মৃতিপথে সুখের তোরঙ

  1. বহমান বলি আর চলমান বলি জীবন চলে জীবনের রীতি অনুসরণ করেই। জীবন তখন দূর্বিষহ হয়ে উঠে যদি অদৃশ্য নিয়ম রীতি বা নিয়ন্ত্রণ ছোট এই জীবনের পরে গড়ে।

    কবিতায় যে অনুভব বা পঙ্কতিমালা ম্যাজিকের মতো কাজ করেছে সেটি হচ্ছে …

    “যাও ভেসে যাও মেঘের মত দেশ পালিয়ে দেশান্তরে
    আমি না হয় চাতক হয়েই অষ্ট প্রহর কষ্টেসৃষ্টে ডানায় ভাসি ;

    খুব বেশী নয় অল্পসল্প সুখেরকাঁটায় দুঃখ গাঁথি মালার মত
    মেঘ হয়ে ভিজিয়ে দিও দুঃখের মালার গভীর ক্ষত।”
    _____________________________

    অনিয়মিত হলেও আপনার লিখা পড়তে ভালোই লাগে মি. খেয়ালী মন। ধন্যবাদ।

  2. বেশ কিছুদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লাগল

  3. নাহ্ খেয়ালী ভাই। আপনি নিয়মিত নন। সো নো কমেন্টস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. যাও ভেসে যাও মেঘের মত দেশ পালিয়ে দেশান্তরে; আমি না হয় চাতক হয়েই অষ্ট প্রহর কষ্টেসৃষ্টে ডানায় ভাসি। কবি মনে শান্তি আসুক। ধন্যবাদ খেয়ালী মন ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।