বিভক্ত সংসার
আমার বাড়ী মেঘের দেশের ছায়া
জন্ম আমার অশনি সংকেত
চরণ চলে মরা নদীর বাঁকে
হারিয়েছি সৌখীন আবেগ
প্রশ্নবাণে মেঘের চোখে জল
আমার বসতি হারাই যদি আজ
খুঁজবো কোথায় বেহাগ সুরে
জীবনের সম্বল।
তারচেয়ে সেই ভালো হয়
প্রশ্ন কিছু তারার চোখে থাক
বাতাস ভেসে সুর চলে যাক দূরে
তোমার আমার দুই পারে সংসার।
______________________
.
* এটি একটি কুবিতা
কেউ কবিতা ভেবে পড়লে দায় পাঠকের।*
‘তারচেয়ে সেই ভালো হয়
প্রশ্ন কিছু তারার চোখে থাক
বাতাস ভেসে সুর চলে যাক দূরে
তোমার আমার দুই পারে সংসার।’
___ লিখাটি নিজ দায়িত্বে পড়েছি। ভালোই তো লিখেছেন স্যার।
পাঠক হিসেবে এই দায়টা নিতেই হয়। ভালো লাগল