পাখি আমার অবুঝ পাখি

পাখি আমার অবুঝ পাখি

উড়াল পাখি সুখের খোঁজে পোষ না মেনে ভিন্ন দেশে
খুব সহজে সাঁতার কাটে স্বচ্ছ কোন বদ্ধ জলে
পাখি তুমি কি সুখ পাও!
পাখি তুমি কি সুখ চাও?
মগডালেতে বাসা বেঁধে
খুব সহজে দুলতে পারো
বাতাস পেলে – সুত্র সহজ।

কিন্তু যখন নদীর ভাঙ্গন কাঁপন ধরায়
বৃক্ষ ডালে, বুঝবে তখন সবুজ পাখি
অবুঝ হলে কি দায় থাকে, কোন কথাতে
কোন ভাষাতে অবুঝ মানুষ সবুজ ছবি
বুকের মাঝে আঁকড়ে ধরে।
পাখি তুমি পাতার ভিড়ে ঘিরে রাখো
তোমার সকল স্মৃতি গুলো,
আমার ডালে পত্রগুলো তখন না হয় উঠবে বলে
বৃষ্টি আসার অপেক্ষাতে করুণ ভাবে
আকাশ দেখে, তাই বলে তো এই ছিলো না
নাটাই বিহীন ঘুড়ি হবো।

অবুঝ পাখি কি সুখ পাও
এখন যখন তোমার ঘরে কোকিল গুলো
বসত করে, নিত্য আনে খড় কুটো সব
ঘর গোছানোর মহোৎসবে।

যদি হতে চাতক তুমি অপেক্ষাতেই বৃষ্টি পেতে
উড়াল পাখি বুঝ না মেনে
লোভ সাগরে কি ডুব দিলে।
_____________________________

2 thoughts on “পাখি আমার অবুঝ পাখি

  1. এটা নিঃসন্দেহে সত্য আপনি ভালো লিখেন। এবং তা বরাবরই। যতই আপনি আপনার লিখার ট্যাগ লাইনে কবিতাকে 'কুবিতা' শব্দের অভিধায়ে অভিহিত করে থাকেন। :)

    আপনার লিখায় এক ধরণের সারল্য থাকে। এই সরলিপনা  আপনাকে নিশ্চয়ই পাঠকের কাছাকাছি নিয়ে যাবে। কবিতায় অকারণের ব্যাকরণ যদি না ও থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।