আগুন জ্বলে

আগুন জ্বলে

আমার ভেতরে আগুন জ্বলে
বুকে মাংসে মনে প্রাণে আগুন জ্বলে
আমার আগুন জ্বলে কেন-কষ্ট আছে বলে!
না সেরকম নয়,কষ্ট সবার আছে
তাহলে আগুন জ্বলে কেন?
সে আগুন কেমন হতে পারে?
কি পেলে সে আগুন নিভতে পারে?
সারাদিন খেটে খেটে আমি ক্লান্ত হয়না কেন
আমার ঘুম আসে না কেন রাত্রিতে
কেন আগুন আমায় বাঁচিয়ে রাখে
আগুন আমায় ভালবাসে
আমিও ভেসে চলি আগুনকে ভালবেসে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

1 thought on “আগুন জ্বলে

  1. বেশ কিছুদিন পর আপনার লিখা পড়লাম মি. খালিদ মোশারফ। সুন্দর। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।