আগুন জ্বলে
আমার ভেতরে আগুন জ্বলে
বুকে মাংসে মনে প্রাণে আগুন জ্বলে
আমার আগুন জ্বলে কেন-কষ্ট আছে বলে!
না সেরকম নয়,কষ্ট সবার আছে
তাহলে আগুন জ্বলে কেন?
সে আগুন কেমন হতে পারে?
কি পেলে সে আগুন নিভতে পারে?
সারাদিন খেটে খেটে আমি ক্লান্ত হয়না কেন
আমার ঘুম আসে না কেন রাত্রিতে
কেন আগুন আমায় বাঁচিয়ে রাখে
আগুন আমায় ভালবাসে
আমিও ভেসে চলি আগুনকে ভালবেসে।
বেশ কিছুদিন পর আপনার লিখা পড়লাম মি. খালিদ মোশারফ। সুন্দর।