নির্মীলন মন
বাতায়নে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে যাই
দু হাত বাড়িয়ে।
কিছুটা সময় পার;
আঙিনায় বাষ্প জমে যায়
হয়তো হৃদয়েও,
তারপর আমার হিম শীতল
অবশ দেহ ঢুকে পরে
স্মৃতির খোয়ারে।
অবরুদ্ধ জানালায় কত নিয়ন আলো
তবু আমি তমিস্র যানের যাত্রী হয়ে
উপভোগ করি আটপৌরে পরাধীনতা;
দূরে বরষায় শেষে বিরান সবুজের মাঠ
ফসলি জমি জোয়ারের জলে থৈ থৈ
প্রতীতি সুখের ভঙ্গুর সময়
আমার চিন্তার পায়রা গুলো
ফিরে যায় সবুজ ঘাসে,
ঘাস ফড়িং এর পাখায়
কিংবা কাশ ফুলে।
ধানুকী হয়েও আমি
শাকান্নতে সাবলীল,
তবুও জীবন আমার পরবাসে
ক্ষয়ে যেতে যেতে ধূপের মত
গন্ধ বিলাতে পারে না।
'অবরুদ্ধ জানালায় কত নিয়ন আলো
তবু আমি তমিস্র যানের যাত্রী হয়ে
উপভোগ করি আটপৌরে পরাধীনতা।'
___ আপনার লিখায় শব্দ মিশ্রণের যে আধুনিকতা … এই গুণটি আমার অসাধারণ লাগে।
বাহ মন দা। অনেক অনেক ভাল।
চমৎকার। ভালো লাগল
তবুও জীবন আমার পরবাসে
ক্ষয়ে যেতে যেতে ধূপের মত
গন্ধ বিলাতে পারে না।
ভালো থাকুন কবি…