মধ্যরাতের চিল

মধ্যরাতের চিল

সেদিন মধ্যরাতে যে হারিয়েছিলো সে কবিতা নয়
কবিতার চেয়ে কোনো অংশে কমও নয়
আমি এখন ভালো আছি, বোধ এবং প্রবোধের মাঝামাঝি;
বন্ধুপ্রতীম যে ভালোবাসা, সে হয়ত আকাশ নয়
বলতে পারো, আকাশের চেয়ে কতোটা কম হয়?

আমি জানি, যে প্রশ্নের কোনো উত্তর নেই
সে কোনো প্রশ্ন নয়, কেউ তিলকে তাল করে:
আর কেউ তালকে করে তিল…
একদিন যে সমুদ্রকে ভয়ে ভয়ে ভালোবেসেছিলাম
কে জানতো……
সে-ই হবে একদা উড়ন্ত ডানার চিল?

তবুও আমি সংজ্ঞালোপ ঋতু পরিবর্তনের কথা ভাবি
যে দেশে সবাই নিজের কথা ভাবে তাদের কথা ভাবি
যে ভালোবাসা কোনো বিনিময় চায় না তার কথা ভাবি!

আমি চাই প্রত্যাশার পারদ আলমিরার আকাশ ছুঁয়ে দিক
ডানা খুলে বের হয়ে আসুক আমার সুস্থ দিন, সুস্থ রাত
মধ্যরাতে আমার যে কবিতাটি হারিয়ে গিয়েছিলো
সে ফিরে আসুক…….. সে ফিরে আসুক……!!

4 thoughts on “মধ্যরাতের চিল

  1. 'তবুও আমি সংজ্ঞালোপ ঋতু পরিবর্তনের কথা ভাবি
    যে দেশে সবাই নিজের কথা ভাবে তাদের কথা ভাবি
    যে ভালোবাসা কোনো বিনিময় চায় না তার কথা ভাবি!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।