এক মিনিটের নিরবতা

এক মিনিটের নিরবতা

শোক গুলো আজ তাড়িয়ে বেড়ায়
ছড়িয়ে পরে অনেক কাছে কিংবা দূরে;
আসল কথা শোক গুলো আজ
কেটলি থেকে খুব সহজে ঢেলে রাখি
চায়ের কাপে। চেয়ে দেখি যত্রতত্র
মাইকে চলে মিলাদ মাহফিল,
ফুলগুলো সব লুটিয়ে থাকে
বেদীর উপর খবর হতে;
বোদ্ধারা সব আলোচনায়
কেমন করে শোক এলো আজ;
শোকের জন্য বন্ধ যে কাজ
কতটা তার ধারণ করি
খুব গভীরে বলতে পারো?

মাথার উপর টেরা যে চাঁদ
কত সময় আলো দেবে
দিন পনের চলে গেলে
খুব আঁধার অমাবস্যা।

সবই বুঝি অনেক খুঁজি
কিন্তু কেমন দিশেহারা
ফুটপাথেরৈ ঐ ময়লা থেকে
খাদ্য খোঁজে কোন বেচারা।
যাদের জন্য শোকের মাতন
তাদের কথা বরণ করে
স্মরণ তাদের যতই করি
ধারণ যদি না হয় কথা
শোক গুলো হয় নিরবতা
এক মিনিটের শুধুই এক মিনিটের।

3 thoughts on “এক মিনিটের নিরবতা

  1. সব শোক গুলোই বাঁধা পড়ে থাকে; কেবলই যেন এক মিনিটের নিরবতায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মাথার উপর টেরা যে চাঁদ
    কত সময় আলো দেবে
    দিন পনের চলে গেলে
    খুব আঁধার অমাবস্যা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    বেশ লাগল কবি,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. লেখার চেষ্টা ভাল হয়েছে মন দা। দুঃখজনক যে, শব্দনীড় এ আপনাকে মন্তব্যের দিতে দেখি না। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।