পরের চোখে স্বপ্ন দেখে
হচ্ছো কেন গাধা?
আপনমনে স্বপ্ন দেখো
দিচ্ছে কেহ বাধা?
পরের মুখে ঝাল খেয়ো না
ঝাল যে বড় তিতা!
নিজের মুখে ঝাল খেয়ে যাও
জুটবে অনেক মিতা।
পরের দেখা স্বপ্ন কিনে
হবে তোমার পতন,
এবার থেকে স্বপ্ন দেখো
শুধু নিজের মতন।
হুজুগ দেখে মজবে কেন
তুমি যুগের ছেলে!
নিজের মতো স্বপ্ন দেখে
ওড়ো ডানা মেলে।
বুদ্ধি-বিবেক খোলা রেখে
খাবে নিজের মুখে,
পরের মুখে ঝাল খেয়ো না
থাকবে চিরসুখে।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৩/২০১৮
ছন্দ পদ্যের ভীষণ ভক্ত আমি। লিখায় ভালোভাবেই অঙ্গুলী নির্দেশ করতে পেরেছেন। অভিনন্দন মি. সাইয়িদ রফিকুল হক। কিছুকাল পর আপনার লিখা পড়লাম।
আপনাকে অনেক ধন্যবাদ দাদাভাই।
ব্লগে কিছুদিন আগে ঢুকতে পারিনি। কোনো সমস্যা হয়েছিলো নাকি?
আজ খুব সহজে ঢুকতে পেরেছি।
আপনার জন্য শুভেচ্ছা আর শুভকামনা।
আর

সমস্যা ঠিক বলা যাবে না। শব্দনীড় এড্রেসে http: এর স্থলে https: করা হয়েছে। সাইটকে যথেষ্ঠ সিকিউরড করা হয়েছে। নিয়মিত থাকবেন।
চমৎকার ছড়া অনেক শুভ কামনা জানাই দাদা
অনেক-অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে শুভেচ্ছাও।
লেখার মধ্যে বার্তা সমীকরণ অসাধারণ লাগলো। অভিনন্দন দাদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দি। আর সঙ্গে শুভেচ্ছাসহ শুভকামনা।