তোমার গাঁয়ে গাও

তোমার গাঁয়ে গাও

স্বপ্ন দেখে বন্ধ ঘরে
অন্ধ হয়ে একা
অন্ধকারে হাতরে চলি
রাস্তা গুলো বাঁকা।

চোখের আলোয় পাইনা খুঁজে
ময়ূর পঙ্খি নাও
হাতের ছোঁয়ায় ফসল বুনি
আদ্র তোমার গাও।

পরিপাটি তোমার ঘরে
বসত করে সুখ
বাক্যবাগীস মানুষ আমি
শুস্ক আমার বুক।

পাঁজর থেকে সকাল বিকাল
লাভার উৎগিরন
ইচ্ছা গুলো ধুমায়িত
তুফান উঠা মন।

তবু তোমার গাড় ছায়া
আমায় ঢেকে যায়
অন্ধ মানুষ বেচে থাকি
তোমার কোমল গাঁয়।

_______________
২৪/০৮/২০১১

3 thoughts on “তোমার গাঁয়ে গাও

  1. কিছু জায়গায় চমৎতার ছন্দ এবং অন্ত্যমিল খুঁজে পেলাম প্রিয় কবি। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ধন্যবাদ মন দা। তেমন কিছু বলবো না কারণ আপনার উপস্থিতি থাকলেও মন্তব্য নেই। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।