:: কথা ::

:: কথা ::

তোমাকে আগুন দেবো, দেবো কৃষ্ণ বরণ রাগ
দেবো- ঘোরের রেখামাখা ঘর, আষাঢ়ের নবীন পরাগ
চাইলে আরও দিতে পারি- উত্থানের আমূল বিরহ
রেখে দিতে পারো যতন করে-এইসব জং ধরা গ্রহ
যা কেউ কোনোদিন ভালোবেসে নেয়নি কাছে
অথবা আকুল হয়ে যে ঝড় ফালগুনে নাচে
ঠিক তার মতোই মহাকাল বুকে নিয়ে যে সমুদ্র বয়
সেই ঢেউয়ের কথাই- কবিতায়, ফকির ইলিয়াস কয় ।

3 thoughts on “:: কথা ::

  1. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।