রোদে উড়ে যাই গন্তব্যের শেষ সীমানায়

স্বপ্নের কোনে লুকিয়ে আছে পড়ন্ত বিকেল
মায়াবী চোখগুলো ক্লান্তিকর, বালুর চর
অবক্ষয় গিলে খায় সম্পর্কের বেড়াজাল
তুমি, আমি বা আমাদের মাঝে ধীরে ধীরে
দেয়াল তুলে দিচ্ছে মাকড়সার জাল
ধুলো লাগবার ভয়ে এপার ওপার যাওয়া আসা
প্রায় বন্ধ, মগজের কোষে ঝড়ে যাওয়া দিন
পালিয়ে বেড়ায় স্মৃতির ধুসরতায়, শারীরিক অবসাদ
নিয়ে আর উঠে দাঁড়াবার শক্তি পাই না।

নেশাখোরদের মত ঝিমানো সময়,
দেখতে দেখতে সময়ের সাগর নদী হয়ে আসে
তারপর খাল ও শুকানো মাঠ হয়ে যায়
তারো পরে জন্ম দেয় ঘাস, ঘাস ফরিংদের দল খেলা করে সেই মাঠে।

আমাদের সমাধি মন্দিরে আর কোন নাম ফলক থাকে না,
নাম হীন গোত্রহীন অচেনা ধুলোর মাঝে মাথা তুলে দাঁড়িয়ে
শুধুই রোদে পোড়া বৃক্ষের সারি দেখতে পাই,
সত্যিকারের ভালোবাসার মানুষ গুলো রং বদলে হারিয়ে যায়।

নিজের জগতে, আমি কাউকে খুজে পাই না
না আমাকে, না তোমাকে, না আমাদের
যে ইতিহাস রচনা হবে না কোন দিন তাকে
কেন জোর করে ঝুল বারান্দায় ঝুলিয়ে রাখা
তার থেকে সেই ভালো বিভাজনে মুক্ত হওয়া
চলো ধুলিকণা হয়ে তপ্ত রোদে উড়ে যাই গন্তব্যের শেষ সীমানায়।

4 thoughts on “রোদে উড়ে যাই গন্তব্যের শেষ সীমানায়

  1. আপনার লেখা গুলোন আমার ভীষণ আপন লাগে মন দা। দারুণ হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. "যে ইতিহাস রচনা হবে না কোন দিন তাকে
    কেন জোর করে ঝুল বারান্দায় ঝুলিয়ে রাখা
    তার থেকে সেই ভালো বিভাজনে মুক্ত হওয়া
    চলো ধুলিকণা হয়ে তপ্ত রোদে উড়ে যাই গন্তব্যের শেষ সীমানায়।" __ অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. * আপনার লেখা বরাবরই আমাকে মুগ্ধ করে…

মন্তব্য প্রধান বন্ধ আছে।