সারবন্দী ভিন্ন বৃক্ষ

সারবন্দী ভিন্ন বৃক্ষ

পাখিদের মত ডানা মেলতে পারিনি বলেই আজ ভালোবাসার আঁচল খুঁজি,
পাখিদের মত ভালোবাসতে পারিনি বলেই আজো শুধু তোমার বুকেই মুখ লুকাই
শুধু জৈবিক জীবন পশুদের, পাখিদের
পর্যায়বৃত্ত হতে হতে বিরক্তিকর ঘুণপোকা বৈঠক করে সুচিন্তার জালে বসে
নিজেকে নগ্ন দেখতে বড় ভয় হয় তাই বেলদার হয়ে উঠি ক্রমশ;
বৈদগ্ধ্য ভাব আনতে গিয়ে বেলেল্লাপনার ভয় নিজেকে গুটিয়ে রাখি
শামুকের মতো খোলসের আড়ালে।

তোমার বাঁকে যতটা মসৃন ভাবে বন্ধক হীন ঋণী
ততটা ভাবাবেগ অন্য কোথাও নেই
আমার সন্তানের প্রজায়িনী।

বৃক্ষের মত স্থবির হতে পারিনি বলেই আজো ভিন্ন ডালে সুখের উপমা
বৃক্ষের মত গভীরে শেকড় নেই বলেই জীবনের ভেলা কাদামটির উপরে
তেমন জীবন বৃক্ষ, লতাপাতার
ভাসমান বলেই তোমার আঁকড়ে ধরার সাধ,

সাধ বীজ বপনের
মুদ্রা দোষে আমি তোমার রথের সারথি
পারিজাত ভেবে তুমি তোল রন্ড বৃক্ষ রথী।

6 thoughts on “সারবন্দী ভিন্ন বৃক্ষ

  1. সারবন্দী ভিন্ন বৃক্ষ; সাধ বীজ বপনের
    মুদ্রা দোষে আমি তোমার রথের সারথি
    পারিজাত ভেবে তুমি তোল রন্ড বৃক্ষ রথী। ___ অসামান্য লিখন প্রয়াস বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আপনার কবিতার উপমা আর বাচনশৈরী অসাধারণ লাগে প্রিয় মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. যতটুকু লিখেন আমার ভীষণ ভালো লাগে খেয়ালী ভাই। প্রণাম এবং সালাম নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।