দাবীদার
দুর্গের চারিধারে পাহাড়া দেয়
অগণিত সশস্ত্র প্রহরীরা
ক্রমে রাত নামে শুশুনিয়ার মাঠে
জাদুকর হাত ছুঁয়ে যায় প্রহরীদের চোখ
গভীর ঘুমে এলিয়ে পড়ে তারা
জাদুকর রাত বদল করে
একে একে সব প্রহরীর শরীর নিয়ে
দুর্গে করে প্রবেশ
ব্যক্তিগত সমাচার আহার বিহার
তথ্য আঁকা হয় খেরোখাতায়
তারপর ভাত কাপড়ের দাবীদার সরিয়ে
জাদুকর কুমারী শয্যায় এলিয়ে পড়ে
গভীর রাত চারিদিক নিশ্চুপ
স্বকীয়াতে মেতে ওঠে দুই দেহ
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু।
সুন্দর কবি দি ভাই। আপনার লেখা পড়ি; আপনাকে পাই না। কেমন আছেন।
শুভেচ্ছা প্রিয় কবি বোন।