আবছায়া ভালোবাসা

আবছায়া ভালোবাসা

নক্ষত্রের পথে আজো হেঁটে চলে
ক্লান্ত পায়ে কোন যৌবনা নারী
বাতাসে শাড়ীর আঁচল উড়ে
মেঘেদের মত ঢেকে দেয় চাঁদ
তবু আবছায়া আলোতে দূরে আরো দূ রে
চোখের তৃষ্ণা জেগে থাকে খুব
পুরুষ কেমন হয় ?

ভালোবাসাই বা কেমন ?
সেও কি আকাশ মাটির মত
দূর থেকে দেখি মিলে মিশে একাকার
কাছে গেলেই যোজন যোজন ফাঁক !

আকাশ মাটির ফাঁকে হাওয়া হয়েই
অপূর্ণতা ঢেকে দিতে জানালার গ্রীলে
বন্দী সময়। আহা জীবনে কত লালায়িত সুখের
কাব্য শীতের শেষে ঝড়া পাতার মত ক্ষয়, বুঝতে পারনি
বা বোঝাতে পারিনি চৌচালা টিনের ঘরে
সুখ বা দুঃখের বৃষ্টির শব্দ গুলো
গড়িয়ে গড়িয়ে মৃত্তিকার বুকে,
ভালোবাসা হয়তো এমই হয়।

7 thoughts on “আবছায়া ভালোবাসা

  1. সুখ বা দুঃখের বৃষ্টির শব্দ গুলো
    গড়িয়ে গড়িয়ে মৃত্তিকার বুকে,
    ভালোবাসা হয়তো এমই হয়।

    কবিতা অনেক সুন্দর হয়েছে প্রিয় খেয়ালী ভাই। অভিনন্দন।

  2. অনেক সুন্দর কাব্যচিত্র

    শুভেচ্ছা জানবেন সৌমিত্রদা

     

    ভালোবাসা হয়তো এমন< এমই হয়

    1. অনেক সুন্দর কাব্যচিত্র অঙ্কন করেছেন

      শুভেচ্ছা জানবেন কবি খেয়ালি মন

       

                 ভালোবাসা হয়তো এমন>এমই হয়

  3. আপনার লেখা কবিতা পাঠে মুগ্ধ । তাই ভালোবাসা দিবসের এক নদী ভালোবাসা আপনার জন্য বরাদ্দ করা হলো। আশা করি ভালো থাকবেন সবসময় ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।