ফাল্গুনি শুভেচ্ছা
প্রকৃতি সেজেছে আজ
নতুন করে,
মনে হয় ঋতুরাজ বসন্ত
এসেছে দুয়ারে।
কোকিলের কণ্ঠে কুহু কুহু
চারদিকে ফুলের ঘ্রাণ,
মনের মাঝেও বাজছে শুধু
ভালোবাসার গান।
কৃষ্ণচূড়া সেজেছে ফুলে ফুলে
সেজেছে গন্ধরাজ,
গাছেরাও সেজেছে নতুন সাজে
পহেলা ফাল্গুন আজ!
ফাল্গুনি শুভেচ্ছা আপনাকেও মি. নিতাই বাবু।
আফসোস থেকে যায়! এই ঋতুরাজ ফাল্গুন যদি প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি হতো, তাহলে আরও কত আনন্দ হতো। কিন্তু আজ পহেলা ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি । আফসোস শুধু এখানেই!
ফাল্গুনি শুভেচ্ছা প্রিয় নিতাই বাবু।
আপনাকেও ফাল্গুনি শুভেচ্ছা। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। তাই আগাম বিশ্ব ভালোবাসা দিবসে এক নদী ভালোবাসাও থাকল দাদা।
ফাল্গুনের শুভেচ্ছা কবিকে ।
ঠিক আপনাকেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। তাই আগাম এক নদী ভালোবাসা।
ফাল্গুন শুভেচ্ছা আপনাকেও দাদা ভাই।
ঠিক আপনাকেও শ্রদ্ধেয় দিদি। সাথে আগমনী বিশ্ব ভালোবাসা দিবসেরও।
সুন্দর ছন্দময় উপস্থাপনা।
কবিতার বিষয়বস্তু খুব ভালো।
প্রিয়কবিকে প্রাণভরা ফাগুনের শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!