অচেনা দর্শনে উড়াল পাখি

অচেনা দর্শনে উড়াল পাখি

হঠাৎ করে বুকের পাঁজরের শ্যাওলা পরা দালান
ভূমিকম্পে নড়েচড়ে উঠে এই বুঝি ভেঙ্গে পরে
এত দিনের চেনা ঘরবাড়ি
জমে থাকা আস্তরনে কে যেন তার
আঙ্গুল দিয়ে লিখে যায়
তোর চোখের ধূলঝড়ে বেঁচে আছি।

দুদিন পরে নতুন কোন ধূলো
আবার গতানুগতিক দিন
আবার সমাজের জীব
সামাজিক মানুষ।

এই মনে পরা ভূমিকম্প থেকে বের হতে পারিনা।
একই আকাশের নীচে আছি বলে..
তার মেঘে আমার সকাল কালো
তার আলোতে আমার চোখে তাপ
তার বৃষ্টি আজো আমায় ভিজায়
তাহার চৈত্রে আমার বুকে জলের ধারা চায়।

এমন করে জীবন কাটে
কেমন করে তাই
ভাবছি বসে নতুন কোন
বৈশাখী ঝড় চাই
আবার মনে পরে যদি
তারে যদি পরে পোড়া চোখের
পাতায় আবেগী কোন ভোরে

সব চেনা বিলীন করে দেব এক অচেনা দর্শনে,
ভীত বুক সেই দিন স্পন্দিত হবে মাদলের তালে তালে
আবার হবে অচেনা দর্শন
তার ঘোর লাগা চোখে
আমি হবো উড়াল পাখি।

7 thoughts on “অচেনা দর্শনে উড়াল পাখি

  1. 'এই মনে পরা ভূমিকম্প থেকে বের হতে পারিনা।
    একই আকাশের নীচে আছি বলে..
    তার মেঘে আমার সকাল কালো
    তার আলোতে আমার চোখে তাপ
    তার বৃষ্টি আজো আমায় ভিজায়
    তাহার চৈত্রে আমার বুকে জলের ধারা চায়।'

    ___ অসাধারণ এবং সুখপাঠ মি. খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এমন করে জীবন কাটে
    কেমন করে তাই
    ভাবছি বসে নতুন কোন
    বৈশাখী ঝড় চাই।

    অভিনন্দন প্রিয় খেয়ালী ভাই। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আজকাল যেহেতু খুব কম লিখছেন, ধরে নিলাম বেশ কিছুকাল আগের লেখা। কিন্তু শব্দ'রা পুরোনো হয়নি, অনুভূতিরা হারায়নি, হারাবেও না। শুভেচ্ছা প্রিয় মন দা। কেমন আছেন? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif 

  4. আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন

  5. ভীষণ কষ্ট কল্পনা কবি খেয়ালী ভাই। সুন্দর থাকুন। :)

  6. কবিতার মাঝামাঝি একটু ছন্দহারা লেগেছে। এমনিতে আপনার কবিতা আমার ভালো লাগে কবি খেয়ালী ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।