আলোর অপেক্ষা

আলোর অপেক্ষা

বিশ্বাসের ছায়া নেড়ে কেউ একজন চলে যাচ্ছে
ও দিকে জাম-জারুলের বন
সমন্ত সন্ধ্যা জুড়ে দ্বিধার ক্ষরণ
ছায়ারা ভাষাহীন – নখের বুননে
ফুটিয়ে তুলেছো শেষবেলার গোধূলিক্ষণ

স্বপ্ন দেখি অনুক্ষণ – যদিও অনিকেত সময়
এপাশ ওপাশ – আমার দুঃস্বপ্নের আবাস
আঁধারের গল্প আর কতো কাল

এবার ফিরে চলো দখিনা হাওয়ায়
এপাশ ওপাশ – আলোরা আছে অপেক্ষায়।

6 thoughts on “আলোর অপেক্ষা

  1. অভিনন্দন কবি মোকসেদুল ইসলাম। স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন

মন্তব্য প্রধান বন্ধ আছে।