কাল্পনিক
এক দিন পা ফেলে ফেলে
গেরুয়া মেঠো পথে যুগল হাত,
বাতাস চুলের সৌখিনতায় হাত বুলিয়ে যায়,
ভিন্ন হাতে তুমি সামলাতে অস্থির শাড়ীর আঁচল;
কি কথায় মাতাল সময় গুড়িয়ে তরল সন্ধ্যা নেমেছিলো।
আজ আর তা মনে নেই। শুধু জানি ভালোলাগার রেশ
আজো একাকি কষ্টের বিলাস বসনের ঘরে।
মরুভূমি হারিয়ে যায় না, সেই পথে মানুষেই খুঁজে পায় না
নিজের শ্লোগান। আসবে বলে যে অপেক্ষায় সাজানো হতো
ঘরের দেয়াল, পড়ার টেবিল, ঝুল বারান্দা আর গাঢ় মেজাজ
এখন সে সব ডাইরীর পাতায় বন্ধী।
তবুও বিহঙ্গ হতে পারিনি,
পারিনি দেশ বদল করে উড়ে যেতে ভিন্ন ভিন্ন দেশে।
তবুও আক্ষেপ নেই,
করিনি কারন ভিন্ন মেরুর মানুষ ভিন্ন ভিন্ন ভাবে বাঁচতেই পারে।
তবুও ভুল করিনি
ভুল করা মানুষের মত নিজেকে হারিয়ে ফেলতে পারবো না বলেই।
ভিন্ন মেরুর মানুষ ভিন্ন ভিন্ন ভাবে বাঁচতেই পারে। তবুও ভুল করিনি ভুল করা মানুষের মত নিজেকে হারিয়ে ফেলতে পারবো না বলেই। অভিনন্দন শুভেচ্ছা বন্ধু খেয়ালী মন।
স্মৃতি সুখে অন্তঃবিষাদের গল্প কবি খেয়ালী ভাই।
অনেকদিন পর অসাধারণ ভাবনা শেয়ার করার জন্য শুভেচ্ছা প্রিয় মন দা।
সিম্পলি বেস্ট কবিপ্রিয় খেয়ালী ভাই। ভালোবাসা।
বাতাস চুলের সৌখিনতায় হাত বুলিয়ে যায়,
ভিন্ন হাতে তুমি সামলাতে অস্থির শাড়ীর আঁচল;
কি কথায় মাতাল সময় গুড়িয়ে তরল সন্ধ্যা নেমেছিলো।
দারুণ রোম্যান্টিক লিখেছেন আজ কবি খেয়ালী মন ভাই।
ভুল করেও ভুল করা যাবে না কবি ভাই। ভুল সব সময় মনকে পীড়া দেয়।
ভিন্ন মেরুর মানুষ ভিন্ন ভিন্ন ভাবে বাঁচতেই পারে।