শেষ প্রহরে
সমুদ্রের পায়ের কাছে দাড়িয়ে
হাত বাড়িয়ে তাকে ছুঁতে পারিনি
জানালার ওপাশে দাড়িয়ে দেখেছি
ঝমঝম বৃষ্টি;
সেই পাড় ভাঙ্গা উথাল পাথাল বৃষ্টিতে
ভিজতে পারিনি কোন দিন।
আকাশে মেঘের ডাক শুনেছি হর হামেশাই
দেখেছি ভর দুপুরে অলোর পরিবর্তন;
চৌকাঠ থেকে বাইরে পা দিয়ে তাকাতে
সাহস হয়নি, দেখতে পারিনি কেমন করে
নীল আকাশ থেকে থেকে সাদা,কালো ধূসর
কিংবা সিঁথির সিঁদুর হয়ে যায়।
এই সব অবস্থায় তুমিই ছিলে;
তোমার জন্যই আমার দেখা ভূবনে অদেখা
অনেক কিছু।
তবুও অপেক্ষায় বসে আছি
হৃদয় বৃন্তে এক গাঢ় বিশ্বাস নিয়ে
প্রহর শেষ হলেও দিন আসবেই- আসতেই হবে।
তবুও অপেক্ষায় বসে আছি
হৃদয় বৃন্তে এক গাঢ় বিশ্বাস নিয়ে
প্রহর শেষ হলেও দিন আসবেই- আসতেই হবে। গুড লাক স্যার।
কবিতার প্রতিটি লাইনে ব্যবহৃত শব্দ কেবলই যেন নিজেরই মনে হলো খেয়ালী ভাই।
হঠাৎ হঠাৎ আপনার কবিতা ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে খেয়ালী মন ভাই।
প্রচ্ছদ আর কবিতা দুটোই আমার ভাল লেগেছে প্রিয় মন দা।
খুউব সুন্দর খেয়ালী ভাই। শুভেচ্ছা।
শেষ প্রহরের দারুণ কবিতা।