আমার গাঁয়ের কাছে

আমার গাঁয়ের কাছে,
গ্রাম সীমানায় রাঙামাটি পথ, পাখি নাচে গাছে গাছে।

সবুজের ছায়ে আমাদের গাঁয়ে ছোট ছোট মাটির ঘর,
গ্রামসীমানায় ঐ দেখা যায় অজয়ের সরু বালির চর।
আমাদের গাঁয়ে আমবন বাঁয়ে দূরে নয়ন দিঘির ঘাট,
রাঙা পথের ধারে অজয়ের পারে, কাঁকন তলার মাঠ।

আমার গাঁয়ে বটের ছায়ে রাখাল বাজায় বাঁশের বাঁশি.
গাঁয়ের মাটি স্বর্গ আমার তাই আমি গ্রামকে ভালবাসি।
আমার গাঁয়ে সামনে দিয়ে সরু গলি পথ আঁকা বাঁকা,
মাটির কুটির স্নিগ্ধ সুশীতল সবুজের ছায়া দিয়ে ঢাকা।

গাঁ যে আমার স্বর্গের চেয়েও প্রিয় এই গাঁ যে আমার মা,
গাঁয়ের স্নেহছায়া, এমন মমতা মায়া কোথাও পেলাম না।
গাঁয়ের মাটি আমার সুখ স্বর্গধাম আমি পল্লীগাঁয়ের কবি,
আমার কবিতায় আমি লিখে যাই এ গাঁয়ের সুন্দর ছবি।

আমার গাঁয়ের কাছে,
সবুজ ডাঙায় গরু বাছুর চরে, গাছে গাছে পাখিরা নাচে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

5 thoughts on “আমার গাঁয়ের কাছে

  1. কবিতা তো পড়ে চলেছি কবি। আমাদের মন্তব্যের উত্তর পাঠক হিসেবে আমাদের পাওনা। সেটা নাই। অনুগ্রহ করে একই মন্তব্যের পুনরাবৃত্তি করবেন না। মন্তব্যের নতুনত্ব যেমন আমরা চাই ঠিক তেমনি প্রতি-মন্তব্যেও নতুনত্ব চাই। :)

  2. আমার গাঁয়ের কাছে,
    সবুজ ডাঙায় গরু বাছুর চরে, গাছে গাছে পাখিরা নাচে।

    অভিনন্দন প্রিয় কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. গাঁ যে আমার স্বর্গের চেয়েও প্রিয় এই গাঁ যে আমার মা,
    গাঁয়ের স্নেহছায়া, এমন মমতা মায়া কোথাও পেলাম না। পাওয়া যাবে না কোথাও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সুন্দর একটি ছবি ফুটে উঠেছে কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।