অবহেলার মানুষ যখন
তোমার কাছে পাক
আজকে রাতে সকল কিছুই
একলা পরে থাক
লেখার কলম, কাগজ, ফুলদানী,
চুলের ফিতা, পাশবালিশ, রাতের আঁধার
কিংবা ফুলের সুবাস সকল কিছু।
একলা চলুক ঘড়ির কাটা
একলা জ্বলুক প্রদীপ
একলা তোমার চোখের কাজল
একলা থাকুক টিপ।
একলা থাকুক রাস্তা গুলো
একলা রাতের তারা
একলা পথে হাটতে যাবে
তুমি বিহীন যারা।
একলা থাকুক ফুলের সুবাস
ভোমর ছাড়া তোমার আবাস
মস্তবড় একলা খাটে
কর তুমি এপাশ ওপাশ।
রাতের আকাশ একলা দেখুক
ঝিরিঝিরি বাতাস
তোমার মাথার বালিশটাতে
তোমার ই নিঃশ্বাস।
আজকে রাতে সকল কিছু
একলা পরে থাক
আমি আছি ঘোরের ভিতর
ডুবিয়ে যে নাক।
*শাল্মলী – শিমুল গাছ; পুরাণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। [বিশেষ্য পদ]
এমনও দিনে ঘোরের ভিতর নির্জীব থাকাই ভালো মি. খেয়ালী মন। শুভকামনা।
শুভকামনা কবি খেয়ালী মন ভাই। সাতসকালে ভালো পদ্য পড়লাম।

ব্যাটে-বলে না লাগলে খেলা জমে না, তেমনি ব্লগ প্রকাশক উপস্থিত না থাকলে লেখাও মনে ধরে না। খুব কি বেশী বলে ফেললাম !! বেয়াদবী মাফ চাইলাম।
কবি ভাবনার সাগরে বেশিক্ষণ ডুবে থাকতে নেই। প্রিয় মানুষেরা রাগ করবে এই ডুবে থাকাকে কেন্দ্র করে। কবিতায় ভাল লাগা রেখেগেলাম
একলা থাকুক ফুলের সুবাস
ভোমর ছাড়া তোমার আবাস
মস্তবড় একলা খাটে
কর তুমি এপাশ ওপাশ।
সুন্দর প্রয়াস। বিষয়বস্তু সুন্দর। পাঠ করে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ভালোবাসা কবি খেয়াল ভাই।
অনেক সুন্দর এবং সহজ ভাবনা।
শব্দনীড়ের আইকন আপনি।
অভিনন্দন কবি ভাই।