অনড় সন্ধ্যায় ২
আমার লিখা প্রথম কবিতা। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিজ্ঞ পাঠকগণ। আমি বয়সে অনেক ছোট।
অনড় সন্ধ্যায় তোমার অপেক্ষায়,
তুমি নাকি ব্যস্ত নানা রঙ তামাশায়।
ইচ্ছেরা আজ হয়েছে তোমার অবহেলার স্বীকার,
ভুল মানবীর প্রেমে আমি ভেঙে গেছি বারবার।
তোমার ভালবাসায় আমি হতে চেয়েছি নিখোঁজ,
সে ভালবাসার কারনেই বারবার দিয়েছো দোষ।
দিনের পর দিন তোমার অবহেলায়,
আমার ভালবাসা পাড়ি জমায় নিকোটিনের ধোঁয়াশায়।
কয়েকটি রাত নির্ঘুম চোখের জলে বালিশ ভেজা আসমান,
সে চোখের জলস্রোতে তোমার কিস্তি ভাসমান।
আমি চোখের পানি ঝরাতে ব্যস্ত,
তুমি তোমার লীলা খেলায় লালায়িত।
ক্ষুদ্র সময়ের জীবনে কতটা হবে তুমি নষ্ট,
ওহে ছলনার মানবী কতটা দেবে আমায় কষ্ট।
তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে একদিন,
এক মৌসুম পর্বে কেঁদেছিলো সে প্রতিদিন।
তুমি যখন ফিরিয়ে আনতে চাইবে আমায়,
তখন আমি অনেক যোজন দূরে যাব চলে
তোমার নীড়ে প্রস্থান হবেনা বলে।
একাকীত্বের স্বাদ আস্বাদন করবে তুমি এখন,
যেমন আমি করেছিলাম,তোমার ব্যাথায় তখন।
বিষাদময় হবে সময় ঘড়ির কাটার মতন,
হৃৎপিণ্ড জ্বলবে তোমার কাঠ পোড়ার মতন।
পূর্বে তোমার সেই বলা বাক্য আমায়,কেন করছো নিছক অভিনয়?
এখন আমি কি বলবো তোমায়?
আক্ষেপ করো নাকি অভিনয়?
তারিখ: ১৯ শে মে ২০১৯।
প্রথম কবিতা হিসেবে মন্দ হয়নি শাহাদাত ভাই। আপনার জন্য একরাশ শুভকামনা।
ধন্যবাদ প্রিয় সুমন আহমেদ।
একাকীত্বের স্বাদ আস্বাদন করবে তুমি এখন,
যেমন আমি করেছিলাম, তোমার ব্যাথায় তখন।
ফিরতি অনুযোগ। কবিতায় সরলতা আছে। বোদ্ধা কবি'রা ব্যাকরণ খুজতে গিয়ে হয়তো পেরেশান হবেন; কিন্তু অতোশতো বুঝিনা বলে আমি ওর ধারকাছেও যাবো না। ধন্যবাদ এবং অভিনন্দন মি. শাহাদাত হোসেন। কথাকাব্যের ফরমেট ঠিক থাকলেই চলবে।
ধন্যবাদ প্রিয় আজাদ কাশ্মীর,আপনার মন্তব্য সবসময় উৎসাহ আর প্রেরনা দেয় সামনে লিখবার।
একাকীত্বের স্বাদ আস্বাদন করবে তুমি এখন,
যেমন আমি করেছিলাম,তোমার ব্যাথায় তখন।
অসাধারণ ভাবনা ….
ধন্যবাদ শান্ত চৌধুরী। শুভেচ্ছা জানিবেন।
অনেক সুন্দর হয়েছে কবিতা
ভালো থাকুন অনেক অনেক
ধন্যবাদ প্রিয় বোন।
এক্সপেরিমেন্টাল কবিতা। মন্দ হয়নি শাহাদাত ভাই।
ধন্যবাদ প্রিয়, ভালবাসা নিরন্তর।
অনেকটা পথ যেতে হবে যদিও; তারপরও আপনি পারবেন। আপনি একজন কথাশিল্পী।
ইনশাআল্লাহ,দোয়া করবেন। ভালবাসা ও শুভেচ্ছা নিরন্তর।
শুভেচ্ছা কবি বালক ভাই।
ধন্যবাদ প্রিয় আবু সাঈদ।
অভিনন্দন ভাই।
ধন্যবাদ বোন।