কখনও তোমার সাথে শত্রুতা করিনি-
পাকাধানে মই কিংবা বাড়াভাতে ছাই
কখনও দিইনি। তবু ঘিরে দিলে তুমি
তোমার চৌহদ্দি- আর সুতীক্ষ্ণ প্রহরা
সীমান্তরক্ষীর চোখে সেঁটে দিলে কেন?
কবিতার খাতা ছিঁড়ে যখন শব্দরা
যুদ্ধক্ষেত্রে যায় কিংবা বাণপ্রস্থবনে
তখনও তোমার জন্যে ফাঁসিতে ঝুলেছি-
অথচ এখন আমি ব্রাত্যধুলো মেখে
তোমার উঠোন খুঁজি শিশুর মতন।
সীমান্তরক্ষীর চোখে ধুলো দিয়ে আসে
তোমার গায়ের গন্ধ আমাকে কাঁদাতে-
যন্ত্রণা ঝরাতে আসে পূর্বজন্ম ক্ষতে।
আমি কাঁদি-তুমি কাঁদো? ইছামতী ভাসে…
আমার ঘুমের মধ্যে আগ্নেয়াস্ত্র হাসে।
আপনার কবিতা এবং কবিতার ইলাস্ট্রেশন সুন্দর মি. শংকর দেবনাথ।
দাদা, ধন্যবাদ। শুভকামনা।
সুন্দর কবিতা কবি শংকর দা।
প্রীতি ও শুভেচ্ছা
* চমৎকার….


ধন্যবাদ
ঘিরে দিলে তুমি
তোমার চৌহদ্দি- আর সুতীক্ষ্ণ প্রহরা সীমান্তরক্ষীর চোখে।
এমন পৃথিবী আমরা চাইনি। তবু জাতির নামে জাতের নামে কাঁটাতারের দেয়াল উঠেছে।
প্রীতি ও ধন্যবাদ
আমি কাঁদি-তুমি কাঁদো? ইছামতী ভাসে…
আমার ঘুমের মধ্যে আগ্নেয়াস্ত্র হাসে।
Darun.
প্রীতি ও ধন্যবাদ
আগ্নেয়াস্ত্র'র হাসি আর শুনতে চাইনা প্রিয় কবি দা।
ধন্যবাদ
অসাধারণ কবিতা

ধন্যবাদ
কবির কবিতার জয় হোক! কিন্তু সীমান্তে আর যেন এমন অঘটন না ঘটে।
ধন্যবাদ