আমার আলোকচিত্র তো বটেই। তবে সৌখিনতায় এই ছবি গুলোন আমার ক্যানন ডিভাইসে এসেছে। সতত ব্যস্ততার ভীড়ে ছবি তুলবার পর্যাপ্ত সময় আমার হাতে থাকে না। তারপরও কখনও বা কোথাও ভ্রমণ বা কাজের অথবা বিশ্রামের সুযোগ হয়, ক্যামেরার চোখ আমার চোখের সাথে ক্লিক করে ওঠে। নাম দিয়েছি পর্ব ০৫।
5 thoughts on “আমার আলোকচিত্র ০৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সব ছবি অসাধারণ। তারপরও এই ছবিটি বেশী ভালো লেগেছে মি. খেয়ালী মন। অভিনন্দন রইলো আপনার সৌখিন আলোকচিত্রের জন্য। ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন কবি এবং ফটোগ্রাফার খেয়ালী মন ভাই। সুন্দর ছবি।

ছবি গুলোন দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মন দা।
প্রাণঢালা ভালোবাসা।