চলে যেতে হবে

==============================♣
অনেক দিনের চেনা মানুষ গুলো
ঠিক যেন শুকনো পাতার মতো
টুপ টাপ ঝরে পরে সম্পর্ক্য এর বাঁধন ছিঁড়ে।

প্রতিটি চৈত্র দিনের শেষে সন্ধ্যা নামে
ক্লান্ত পায়ে হেঁটে আসা বালকের মত।

আকাঙ্খার নদী পথ ভুল করে
আমার কবিতার পাতায় ভিন্ন স্রোতে
সমুদ্রের পা ছুঁয়ে চলে যায়।

সৌরভিত সুখ অজানা খবরের কাগজে
বিজ্ঞাপন হয়ে ফেরীওয়ালার হাতে,
সবুজ পাতার ফাঁকে অবুঝ পাতা খেকো কীট
গড়ে আপন আত্মীয়।

চলে সময়ের ধারাবাহিকতা আপন নিবাসে,
বসন্তের বাহারি দিন সেই কবে চলে গেছে;
আজ রংধনুর রং গুলো কিংবদন্তী।

সময়ের খুব গভীরে ডুব দিতে পারিনা বলেই
চুল গুলো কাশফুল, চোখের ছানিতে ছুরি চলে,
লাঠিখেলার লাঠিয়াল দারায় লাঠিতে ভর করে;
তবুও তো কিছু ফিরিয়ে দিয়েছে সময়ের কালসাপ।
জানি, গড়িয়ে পরা পাথর গুলো সময়ের কাছে
নূরী পাথর কিংবা বালু হয়ে টিকে থাকে,
কিন্তু বেশীরভাগ বয়সী মানুষ হারায় তার সব পরিবর্তন রেখা,
নতজানু হয়ে ফিরে যায় সম্মানীয় শেষতম বিদায়ের পথে।

স্বপ্নের করবী রূপের আগুনে পুড়ে ক্ষার হয় ;
চলে যাওয়া সহজ কিন্তু থেকে যেতে প্রয়োজন
বিবর্তনের স্ফটিক ধারনা
যা আমার জানা নেই ।
===========================♣♣
ছবিটি শাহাবাগ থেকে তুলেছিলাম।

3 thoughts on “চলে যেতে হবে

  1. কবিতা এবং কবিতায় ব্যবহৃত প্রচ্ছদের ব্যবহার এককথায় অসামান্য।
    অভিনন্দন বন্ধু কবি খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।