আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (তৃতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি পবিত্র খাঁটি
এই গাঁয়ে করি বাস,
এই মাটিতে ফসল ফলে
সুখে থাকি বারো মাস।
গাঁয়ের মায়া সবুজ ছায়া
পাখি ডাকে গাছে গাছে,
বহিছে সদা অজয় নদী
আমার গাঁয়ের কাছে।
দিঘির জলে শালুক ফুটে
মরাল মরালী ভাসে,
গভীর জলে শামুক তুলে
পানকৌড়ি রোজ আসে।
কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের বধুরা সব,
স্নানের ঘাটে ছেলেরা সব
তুলে কত কলরব।
সাঁঝের বেলা আঁধার নামে
আমার গাঁয়ে যখন,
মন্দির মাঝে কাঁসর বাজে
আরতি হয় তখন।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমি গাঁ কে ভালবাসি,
পর জনমে যেন আবার
এই গাঁয়ে ফিরে আসি।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি ধারাবাহিক কবিতার জন্য আপনাকে ধন্যবাদ কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
খুব সুন্দর অনুভূতি প্রকাশ।
আপনার লেখা পেছনে টেনে আনলো।
একজন লেখকের স্বার্থকতা এখানে যিনি পাঠকের হৃদয় জয় করতে পারেন।
আপনার প্রতি শুভকামনা রইল।