অগনিত মানুষের ভীড়ে ব্যাক্তিগত চঞ্চল হারায় ঠিকানা
সাগরের সৈকতে পরে থাকে মৃত ঝিনুকের খোলস
অভাবের দিন ভাগ করে খায় ভাবনায় সাজানো ফুলের কলি
ব্যাক্তিগত বিষয় গুলো প্রকাশ বিহীন অাটকে থাকে বুকের পাঁজড়ে
আমার মৌনতার সৌখিন রস বিপনণ হয় সংসারের কৃতঋণে
আমি আর ব্যাক্তিগত সময় খুঁজে পাই না।
যাপিত জীবনের ভঙ্গুর সময় হরিয়েছি অভিমানে অাঙ্গিনায়
প্রেমের সৌরভ নিয়ে জলভরা মেঘ উড়ে গেছে গোধূলি লগনে
কাদাজলে হেঁটে গেছি গহীনের অভ্যাসিত প্রাঙ্গণে মুক্তির অাশায়
জীবনের সূত্র ভুলকরে লিখেছিলাম কবিতার কোড়া খাতায়
সময় ভৌগলিক সীমানার প্রাচীনতম প্রাচীর তুলে দিয়েছে ক্ষত মনে
আমি ব্যক্তিগত সময় হারিয়ে ফেলেছি জীবনের সন্ধিক্ষণে।
মুখোশে ঢেকে রাখা মুখে খুঁজেফিরি চালচুলা আর সঙ্গম
ঘুণধরা চাঁদের গলিত অালোয় জেগেছিলো যে প্রেমের বিষ
হায়নার চোখে তাকেই ভেবেছি চিত্রানদীর জল, চেয়েছিলাম পান করতে
ব্যবচ্ছেদ সরিয়ে কেড়ে নিলে বিষের পেয়ালা, সেই থেকে
ভুলে সব কোলাহল আমিও দু’হাতে পাহাড় সরাতে ব্যস্ত আর
তুমি বসতি সাজাও আজো হরিণী চঞ্চলতায়।
আমি আর হারিয়ে ফেলা ব্যাক্তিগত সময়কে খুঁজি না_
আমি আর ব্যাক্তিগত সময় খুঁজে পাই না।
^^^^^^^^^^^^^^^^^^^^♥^^^^^^^^^^^^^^^^^^^^^
জীবন-শব্দ-অক্ষর অনুভূতি। কবিতার প্রয়াশঃ সুন্দর হয়েছে প্রিয় কবিবন্ধু খেয়ালী মন। ভালো থাকুন দৈনন্দিন। শুভ সকাল।
নন্দিত অনুভূতি
আপনার কবিতায় ভালো লাগা রেখে গেলাম। শুভকামনা থাকলো।