স্বাধীনতা মানে উদাম শরীর
স্বাধীনতা মানে ঘুড়ি,
স্বাধীনতা মানে নাটাই তোমার
আমি সারাদিন উড়ি।
স্বাধীনতা মানে সাতনড়ি হার
ঝুলে থাকা বুকের মাঝে,
স্বাধীনতা মানে উদাস দুপুর
কিছু কথা কানেকানে।
স্বাধীনতা মানে জননীর মুখ
শুভ্র সকালবেলা,
স্বাধীনতা মানে শুক্রবারে
সব কিছু হেলাফেলা।
স্বাধীনতা মানে পতাকা হাতে
সোনার বাংলা গান,
স্বাধীনতা মানে ঝরে যাওয়া সুখ
ত্রিশ লাখ প্রাণ।
স্বাধীনতা মানে ক্লাসের করিডোর
হাঁটিচলি গান গেয়ে,
স্বাধীনতা মানে পালতোলা নাও
মাঝি চলে নাও বেয়ে।
স্বাধীনতা মানে সবুজ ঘাসে
সকালবেলার আলো,
স্বাধীনতা মানে অাঁধার সরিয়ে
বাঁচার মশাল জ্বালো।
__________________♥♥
স্বাধীনতা মানে সবুজ ঘাসে
সকালবেলার আলো,
স্বাধীনতা মানে অাঁধার সরিয়ে
বাঁচার মশাল জ্বালো।
চমৎকার কবি দা বিজয় দিবসের শুভেচ্ছা রইল