সবুজ পাতার কাছে
বিজয় দিবস
ন্যাড়া ডালভাঙা সবুজ পাতার কাছে
আহত গোলাপফুল, বিধ্বস্ত ধূলোর ওপর;
জনকের মতো লুটিয়ে, জননীর মতো শোকগ্রস্ত
আমার মুঠোহাতে তুলে নিলাম
তারপর শুকে শুকে দীর্ঘপ্রেমে কুড়িয়েছি-সব;
হারানোর গল্প, খুঁজে পাবার গল্প, বিজয় দিবস!
সবুজ পাতার কাছে
বিজয় দিবস
ন্যাড়া ডালভাঙা সবুজ পাতার কাছে
আহত গোলাপফুল, বিধ্বস্ত ধূলোর ওপর;
জনকের মতো লুটিয়ে, জননীর মতো শোকগ্রস্ত
আমার মুঠোহাতে তুলে নিলাম
তারপর শুকে শুকে দীর্ঘপ্রেমে কুড়িয়েছি-সব;
হারানোর গল্প, খুঁজে পাবার গল্প, বিজয় দিবস!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বিজয়ের প্রাণঢালা ভালোবাসা প্রিয় কবি মি. টিপু সুলতান।
বিজয়ের বিজয় হোক। সূর্য উঠুক মেহনতী ও নিরহ মানুষের দিগন্তে। সার্থক হোক বিজয়।
অনেক বিজয় দিবসের শুভেচছা রইল কবি দা