উজান গাঙে না যাও মাঝি
বৈঠা ভাংবায় চাইও
তবু যদি ভাঙ্গে খাড়াল
হালধরি নাও বাইও!
সঙ্গে থাকা মাঝি মাল্লায়
গাইতনায় আর সারি
ভাঙ্গামনে উজান গাঙে
কেমনে দিবায় পাড়ি!
আন্ধাইরাতে অই তোফানে
পথচিনি নাও বাইতায়
ইয়া নফসী, ইয়া নফসী পড়ি
কেমনে বাড়ি যাইতায়।
ভাইটাল গাঙে আছ মাঝি
স্রোতের ভাইটাল বাও
ঝড় তোফানে ছুঁইবার আগে
বাঁচাও তোমার নাও।
সরল পদ্য গাঁথায় মুগ্ধ হলাম প্রিয় কবি সৈয়দ হিলাল সাঈফ।
বেশ ভাবময়