হতভাগা চাঁদ

asman4

আজকে রাতে চাঁদ খেয়েছে আমাকে
আমিও এক আধপোড়া রুটি চাই
ঘুমিয়ে যাবো ভেবেও জেগে আছি
বুকের ভিতরে ছুঁচোর কেত্তন
শুনছি বসে ঠায়।

আজকে রাতে চাঁদের হামাগুড়ি
শরীরে বেশ লাগছিল সুড়সুড়ি:
মাঝে মাঝে হাসির কাঁপুনি এসে
জ্বরের বেশে ছড়িয়ে পড়ে গায়,
চাঁদ জানে না নিজের উষ্ণতা
বিপদ সীমায় জোৎস্না যতই ঢালুক
মাঝ রাতে আমারো শীত পায়।

আজকে রাতে চাঁদের মৌন আলো
আছড়ে পড়ে আমার বিটঙ্কে,
চোখের মাঝে উষ্ণ সূর্য নিয়ে
মৌন মিছিল লাগে না আর ভালো।
দূর হয়ে যা হতভাগা চাঁদ
আলো মানেই তপ্ত কাঞ্চন ক্ষেত্র
বাঁচার জন্য চাইনা বল্লরী
ঘুমের জন্য অন্ধকারই আলো।
====================♠

2 thoughts on “হতভাগা চাঁদ

  1. চোখের মাঝে উষ্ণ সূর্য নিয়ে মৌন মিছিল লাগে না আর ভালো।
    দূর হয়ে যা হতভাগা চাঁদ .. আলো মানেই তপ্তকাঞ্চন ক্ষেত্র
    বাঁচার জন্য চাইনা বল্লরী … ঘুমের জন্য অন্ধকারই আলো।

    চমৎকার উপভোগ্য একটি কবিতা। শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অন্তর্নিহিত কাব্য উপাদান সুনিপূণ ভাবে উঠে এসেছে কবিতায়। 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।