নির্দয় মানুষের মনে কী
কান্না থাকে! খরার
চৌচির মাঠের গভীরে
জলের নহর থাকে জানি।
নির্দয় ভেবে এই যে
ফেলে চলে গেলে, যদি
ফিরে তাকাতে; দেখতে
আকাশ ভেঙ্গে ঝরছে জল।
দেখতে; উপচানো জলে
তলিয়ে যাচ্ছে নদী,
দেখতে; হাবুডুবু খেতে থাকা
নদী প্রাণপণ চেষ্টা করছে,
ভেসে থাকার চেষ্টা করছে।
নির্দয়ের হৃদয়েও থাকে জল
অনুভবের স্পর্শে সে জল
অবিরল ঝরতে পারে।
কাউকে বাতিল করা আগে
একবার হৃদয়ের খোঁজ নিও
পেয়ে যেতে পারো অমূল্য রতন!
ভীষণ সুন্দর কথন,
কাউকে বাতিল করা আগে
একবার হৃদয়ের খোঁজ নিও
পেয়ে যেতে পারো অমূল্য রতন!