বিচ্ছেদের সঙ্গীত

2328790_n

বুকে জমে আছে শ্রাবস্তীর ইতিহাস
বয়ে গেছে কত অলকানন্দার জল
ভেসে যাওয়া দিনের শুভ্র মেঘের দল
শ্যামল গাঢ় হয়ে ঝরে ঝড়ের কোলাহলে;
বেঁচে থাকা দিনে তপ্ত বালির দহন
থেকে থেকে আজ জীবনের কথা বলে।

কাব্যের প্রেমে শব্দের সংস্কারে
ক্লান্তির ফুল ঝরে পড়ে আঙ্গিনায়
জাগ্রত প্রেমের প্রার্থনা সঙ্গীত
পার্থিব সুখ খোঁজ করে দ্রাঘিমায়।

আমাদের দেখা তিমির তাম্রলিপি
লুকিয়ে রেখেছি পৃথ্বীর গহীন বুকে
অজানা আগামী খুঁজে পাবে একদিন
প্রেমের যুগল উড়েছিলো কোন সুখে।

সূর্যের বুকে গ্রহণ যখন হয়
চাঁদের অলো পায় না ধরণী
বিকাশিত ক্ষণ স্থবির পাথর হয়ে
খোঁজ করে শুধু তৃষিত মরমী।
চোখের কোণে সলিল মুক্তো তবু
বিলোড়ন হয় মনের সবুজ ছায়ায়
আমাদের মাঝে বৈশাখ থেকে বিচ্ছেদ
এনে দিয়েছিলো বিধাতা অনেক মায়ায়।
======================== ♣

2 thoughts on “বিচ্ছেদের সঙ্গীত

  1. কাব্যের প্রেমে শব্দের সংস্কারে
    ক্লান্তির ফুল ঝরে পড়ে আঙ্গিনায়
    জাগ্রত প্রেমের প্রার্থনা সঙ্গীত
    পার্থিব সুখ খোঁজ করে দ্রাঘিমায়। ___ চমৎকার শব্দ কাব্য। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।