হাসান আল মাহদী এর সকল পোস্ট

হাসান আল মাহদী সম্পর্কে

হাফেজ হাসান ইমাম। ছদ্মনাম হাসান আল মাহদী। একজন ইসলামি ব্লগার। জন্ম ১৬ ই জুন ১৯৯৮ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বেতাগী গ্রামে। তিনি পড়ালেখা শুরু করেছেন গ্রামের মকতব হতে। তিনি ২০১৬ সালে মাদ্রাসা বোর্ড থেকে পুরব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা হতে SSC/দাখিল এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা হতে আলিম/HSC ২০১৮ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে অধ্যায়নরত আছেন। তিনি ছোট বেলা থেকে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে কবিতা, ছোট গল্প, উপন্যাস লিখে সুনাম অর্জন করেন। এখনো পর্যন্ত লেখকের কোন বই প্রকাশ হয়নি। সরাসরি-- 01811269578 Email: hasanmahmud9578@gmail

দুঃস্বপ্ন

প্রেয়সী! জীবন নদীর অ থৈ স্রোতের কাছে
আমি বার বার তলিয়ে গেছি,
কুলের সন্ধানে কত সাঁতার কেটেছি!
কাছে গিয়েও ধরতে পারিনি কিনারা
তাই আমি বড় ক্লান্ত আজ,
বড় অসহায় এই জীবন তরী নিয়ে।

জানিনা কতকাল বায়তে হবে!
কবে জানিনা এই তীব্র ব্যথার অবসান হবে?
তোমাকে পাওয়ার আশা নিয়ে বেঁচে আছি!
আলোকিত এই প্রাণের মেলায়,
না হলে কবে হারিয়ে যেতাম অকুল দরিয়ায়।
হারিয়ে যেতাম নিঃস্ব একাকী হয়ে।

আমি জানি, তুমিহীনা একাকী এই তরী
বেয়ে ছুটে চলা খুবই বোকামি,
তবুও আমি আশায় বেঁচে আছি
একটু সুখের খুঁজে হেঁটে চলেছি অচেনা পথে
অকুল প্রেমের সাগরে ডুব দিয়েছি
কুল -কিনারার আশা ছেড়ে দিয়ে।

হতে পারে এটা আমার নিরর্থক প্রচেষ্টা
তবে এই ক্ষুদ্র জীবনে বেচে থাকে ভালবাসা
তাই শত কষ্টের পরেও একটি হাসি
ফিরিয়ে দিতে পারে জীবনের পূর্ণতা।
তাই আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
তোমাকে পাওয়ার দুঃস্বপ্ন আমাকে রাখে বাঁচিয়ে।

ভালবাসা বেচে থাকুক

ওগো প্রেয়সী!
আমি ভালবাসি তোমারই টানা দুটো আঁখি,
যা আমায় সর্বক্ষণ গোয়েন্দাদের
গোপন ক্যামেরার মত ছবি তোলে।
ভাললাগে মুহুমুহু আকুল করা
মিষ্টি গন্ধ শুকতে তোমার রেশমি চুলে।

তোমারই মায়াবী হাসি
যা দেখে হয়েছে মন আত্মভোলা,
ভালবাসি ভালবাসি,
সব ছেড়ে দিয়ে ইচ্ছে করে
থাকতে তোমার পাশাপাশি,
তবে কেন জানি খুব ভয় হয়,
যদি কভু তোমায় হারাতে হয়।

আমি আর হারাতে চাই না কিছুই,
হারাতে হারাতে আমি যে –
শেষ গন্তব্যে এসে গেছি,
আর কিছু না চাই তোমার কাছে,
শুধু পরানের ভালবাসা টুকু যাচি।

জানি, বুকে পাথর দিয়ে
কঠিন বাস্তবতা মেনে নিতে হয়।
সব ভালবাসা যে মিলন হবার নয়,
তবুও চাই তোমার আমার ভালবাসা
থাকুক হৃদয়ের ছোট্ট কুঠিরে বন্দী,
বেচে রবে আজীবন হয়ে প্রেম বিরহের সঙ্গী।

মাঝরাতের শহর

নিস্তব্ধ নিরব মাঝ রাতের এই শহর
শীতের এই সময়ে ঝেকে বসেছে
চারপাশে ঘন কুয়াশার চাদর,
নিভু নিভু আলোতে একলা বারান্দায়
একরাশ কষ্ট আর নিকোটিন এর ধোঁয়ায়
কাটছে নির্ঘুম রাতের প্রহর।

মাঝরাতের এই শহর বড় অচেনা লাগে
কোথাও নেই কোনো কোলাহল,
নেই কোনো ব্যস্ততার শোরগোল !
তবে মাঝে মাঝে গলির কুকুরগুলো
ঘেউ ঘেউ আওয়াজ করে জানান দেয়
তারাও যেন না ঘুমানোর দল।

এই ব্যস্ত শহরে যখনি রাত নামে
নিয়ন বাতির হলুদ আলোতে
সব কিছু যেন পাল্টে যায়,
রাস্তার ধারে, ফুটপাতে কিংবা
কোনো দামী হোটেলে যৌনতার আদিম
খেলায় কেউবা সুখ খুঁজে পাই।

মাঝ রাতের শহর টা আমার কাছে
বড় অগোছালো স্বার্থপর মনে হয়,
তোমার স্মৃতি গুলো হাতরে বেড়ায়,
জানি, তুমি বেমালুম ভুলে গেছো আমায়
সুখের তরে মানুষ এভাবে বদলে যায়!!
তবুও আমি আশায় থাকি তোমার অপেক্ষায়।

বদলে গেছো

বদলে গেছো
প্রেয়সী বড় বদলে গেছো তুমি!
অন্য রকম ভাবে অসময়ে,
যে হৃদয়ে ছিলো আমার বসবাস!
আজ সেথায় দেখি অন্য মানুষের আনাগোনা,
এতোটা বদলে যাবে তুমি!
আমার মোটেই জানা ছিলো না!

তুমি ছিলে আমার স্বপ্ন রাজ্যের মহারাণী
তোমার হাতে হাত রেখে কত পথ হেটেছি
কত সাইক্লোন জড় তুফান মাড়িয়েছি
আজ সব কিভাবে ভুলে গেলে?
কিভাবে হঠাৎ হয়ে গেলে অচেনা?
অসীম ব্যথা হৃদয় গহীনে,বিধেছে বিষের দানা!!

তোমার মায়াবী হাসিতে ফুটতো শত শত ফুল
নরম হাতের স্পর্শে গাছেরা হতো সবুজ শ্যামল,
আজ তুমি সুখের তরে অন্যের ঘরনি
আমার কথা একবারও ভাবোনি!
কিভাবে বেচে আছি! কি সুখে আছি তুমিহীনা!!
জানি, হয়তো বলে বুঝানো যাবেনা।

তুমি ছিলে আমার ফুল কাননের মধুবালা
তোমার মিষ্টি কথা আর গান শুনে
হয়ে যেতাম আমি আত্মভোলা!
আজ কি একটুও মনে পড়েনা তোমার?
নাকি সব বেমালুম ভুলে গেছো!?
কত যে ছিলো তোমার আমার নিষিদ্ধ কামনা।?

তুমি বড়ো বদলে গেছো!
বদলে গেছো অন্যরকমভাবে অসময়ে!
জানি সময়ের সাথে সাথে বদলে যায় সব কিছু
তবে বদলে যায় কি ভালবাসা ?
বদলে যায় কি পবিত্র প্রেমের চাওয়া পাওয়া?
জানি নিশ্চুপ! এসবের উত্তর তোমার নেই জানা।