ভালবাসা বেচে থাকুক

ওগো প্রেয়সী!
আমি ভালবাসি তোমারই টানা দুটো আঁখি,
যা আমায় সর্বক্ষণ গোয়েন্দাদের
গোপন ক্যামেরার মত ছবি তোলে।
ভাললাগে মুহুমুহু আকুল করা
মিষ্টি গন্ধ শুকতে তোমার রেশমি চুলে।

তোমারই মায়াবী হাসি
যা দেখে হয়েছে মন আত্মভোলা,
ভালবাসি ভালবাসি,
সব ছেড়ে দিয়ে ইচ্ছে করে
থাকতে তোমার পাশাপাশি,
তবে কেন জানি খুব ভয় হয়,
যদি কভু তোমায় হারাতে হয়।

আমি আর হারাতে চাই না কিছুই,
হারাতে হারাতে আমি যে –
শেষ গন্তব্যে এসে গেছি,
আর কিছু না চাই তোমার কাছে,
শুধু পরানের ভালবাসা টুকু যাচি।

জানি, বুকে পাথর দিয়ে
কঠিন বাস্তবতা মেনে নিতে হয়।
সব ভালবাসা যে মিলন হবার নয়,
তবুও চাই তোমার আমার ভালবাসা
থাকুক হৃদয়ের ছোট্ট কুঠিরে বন্দী,
বেচে রবে আজীবন হয়ে প্রেম বিরহের সঙ্গী।

হাসান আল মাহদী সম্পর্কে

হাফেজ হাসান ইমাম। ছদ্মনাম হাসান আল মাহদী। একজন ইসলামি ব্লগার। জন্ম ১৬ ই জুন ১৯৯৮ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বেতাগী গ্রামে। তিনি পড়ালেখা শুরু করেছেন গ্রামের মকতব হতে। তিনি ২০১৬ সালে মাদ্রাসা বোর্ড থেকে পুরব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা হতে SSC/দাখিল এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা হতে আলিম/HSC ২০১৮ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে অধ্যায়নরত আছেন। তিনি ছোট বেলা থেকে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে কবিতা, ছোট গল্প, উপন্যাস লিখে সুনাম অর্জন করেন। এখনো পর্যন্ত লেখকের কোন বই প্রকাশ হয়নি। সরাসরি-- 01811269578 Email: hasanmahmud9578@gmail

6 thoughts on “ভালবাসা বেচে থাকুক

  1. টাফ্ রোম্যান্টিক। গ্রেট মি. হাসান আল মাহদী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif পরপর দুটি পোস্ট শেয়ার না করে কিছুটা বিশ্রাম দিয়ে দ্বিতীয় পোস্ট প্রকাশ করলে; পাঠক চোখ আনন্দিত হয়। শুভেচ্ছা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।