দুঃস্বপ্ন

প্রেয়সী! জীবন নদীর অ থৈ স্রোতের কাছে
আমি বার বার তলিয়ে গেছি,
কুলের সন্ধানে কত সাঁতার কেটেছি!
কাছে গিয়েও ধরতে পারিনি কিনারা
তাই আমি বড় ক্লান্ত আজ,
বড় অসহায় এই জীবন তরী নিয়ে।

জানিনা কতকাল বায়তে হবে!
কবে জানিনা এই তীব্র ব্যথার অবসান হবে?
তোমাকে পাওয়ার আশা নিয়ে বেঁচে আছি!
আলোকিত এই প্রাণের মেলায়,
না হলে কবে হারিয়ে যেতাম অকুল দরিয়ায়।
হারিয়ে যেতাম নিঃস্ব একাকী হয়ে।

আমি জানি, তুমিহীনা একাকী এই তরী
বেয়ে ছুটে চলা খুবই বোকামি,
তবুও আমি আশায় বেঁচে আছি
একটু সুখের খুঁজে হেঁটে চলেছি অচেনা পথে
অকুল প্রেমের সাগরে ডুব দিয়েছি
কুল -কিনারার আশা ছেড়ে দিয়ে।

হতে পারে এটা আমার নিরর্থক প্রচেষ্টা
তবে এই ক্ষুদ্র জীবনে বেচে থাকে ভালবাসা
তাই শত কষ্টের পরেও একটি হাসি
ফিরিয়ে দিতে পারে জীবনের পূর্ণতা।
তাই আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
তোমাকে পাওয়ার দুঃস্বপ্ন আমাকে রাখে বাঁচিয়ে।

হাসান আল মাহদী সম্পর্কে

হাফেজ হাসান ইমাম। ছদ্মনাম হাসান আল মাহদী। একজন ইসলামি ব্লগার। জন্ম ১৬ ই জুন ১৯৯৮ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বেতাগী গ্রামে। তিনি পড়ালেখা শুরু করেছেন গ্রামের মকতব হতে। তিনি ২০১৬ সালে মাদ্রাসা বোর্ড থেকে পুরব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা হতে SSC/দাখিল এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা হতে আলিম/HSC ২০১৮ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে অধ্যায়নরত আছেন। তিনি ছোট বেলা থেকে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে কবিতা, ছোট গল্প, উপন্যাস লিখে সুনাম অর্জন করেন। এখনো পর্যন্ত লেখকের কোন বই প্রকাশ হয়নি। সরাসরি-- 01811269578 Email: hasanmahmud9578@gmail

4 thoughts on “দুঃস্বপ্ন

  1. আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে; তোমাকে পাওয়ার দুঃস্বপ্ন আমাকে রাখে বাঁচিয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. হতে পারে এটা আমার নিরর্থক প্রচেষ্টা
    তবে এই ক্ষুদ্র জীবনে বেচে থাকে ভালবাসা
    তাই শত কষ্টের পরেও একটি হাসি
    ফিরিয়ে দিতে পারে জীবনের পূর্ণতা।
    তাই আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
    তোমাকে পাওয়ার দুঃস্বপ্ন আমাকে রাখে বাঁচিয়ে।   

    সুন্দর।

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।