নিজেকে আবিষ্কার করি এক মহাশ্মশানে
তুমুল বজ্রপাত আমায় গেঁথে ফেলেছে মাটির সঙ্গে
পোড়া গাছের মতো দাঁড়িয়ে আছি
দেখছি করোটির স্তুপ…
কবন্ধে রক্তের ফোয়ারা…
কোটি কোটি মুদ্রার পত্তনিদার জ্বালিয়েছে চিতা…
সদম্ভ পদচারণা করে
যত দুঃশাসনের চেলা –
তত পুতনা –
আর বারোভাতারি স্বৈরাচারীর তর্জনী করে খেলা
অসামান্য চেতনায় অনবদ্য একটি কবিতা উপহার। শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।