এখন কবিতা লিখি না – ১৬

তীরে যে নৌকো বাঁধা ছিল
আলগা হয়েছে নোঙর
উপড়ে গিয়ে ভেসে যাবে এবার মাঝনদীতে – হয়েছে সময়।
মাঝি থাকে না কখনও শেষ পারানীর। দাঁড় ও হালবিহীন নৌকো চলে যাবে মোহনার দিকে।
তুমি তীরে দাঁড়িয়ে শেষবার দেখে নিও,
সে নৌকো তোমার কখনও হয়তো প্রিয় ছিল!

3 thoughts on “এখন কবিতা লিখি না – ১৬

  1. বাহ খুব সুন্দর মাঝিদের কান্ডই এরকম

    ভাল থাকবেন——–

  2. তুমি তীরে দাঁড়িয়ে শেষবার দেখে নিও,
    সে নৌকো তোমার কখনও হয়তো প্রিয় ছিল! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।