রক্তে লেখা মাতৃভাষা

অমর একুশে, বাঙালির পথদিশা, অমর একুশে দিবস আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, অমর একুশে আমাদের প্রাণের স্পন্দন। অমর একুশে শহীদ দিবস, মাতৃভাষা দিবস। ঐ দিনে আমরা স্মরণ করি ভাষা-আন্দোলনে যারা হাসি মুখে প্রাণ বলিদান দিয়ে মাতৃভাষার মান অক্ষুন্ন রেখে গেছেন। রক্তের বিনিময়ে কিনেছি আমরা আমাদের ভাষার স্বাধীনতা। তাই বাংলা ভাষাকে শ্রদ্ধা সহ সম্মান জানানো আমাদের সকলের পবিত্রতম দায়িত্ব ও কর্তব্য।

১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি। ভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মত অগণিত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। শত শহীদের রক্তে লেখা মাতৃভাষা এই বাংলা ভাষা। আমরা হারি নি, হারতে পারি না, আমরা লড়াই করতে জানি, আমরা ভাষার তরে প্রাণ উত্সর্গ করতে জানি, আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই, আমরা লড়াই করে মরতে পারি। আমরা বাঙালী, বাংলা আমাদের জন্মভূমি। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা।

আসুন, শহীদ দিবসে, শত শহীদদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানাই। মাতৃভাষার মান ও সম্মান রক্ষার জন্য আমরা সংকল্প করি। আমাদের পরিচয় আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমাদের পরিচয় আমরা বাঙ্গালী, বাংলা ভাষাভাষী সকলেই আমরা এক জাতি এক প্রাণ। আসুন, আমরা মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান দিই, সোচ্চার কণ্ঠে বলি-বাংলা ভাষা আমার গর্ব, আমার অহংকার। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

রক্তে লেখা মাতৃভাষা
লক্ষ্মণ ভাণ্ডারী

শত শহীদের রক্ত দিয়ে লেখা
আমাদের মাতৃভাষা,
ভাষার তরে জীবন দিয়ে যাঁরা
দিয়ে গেল ভালবাসা।

হাসিমুখে প্রাণ দিল বলিদান
বাংলা ভাষার তরে,
তাদের শোকে বাংলা মায়ের
দুই চোখে অশ্রু ঝরে।

বাংলা আমাদের জন্মভূমি মা
বাংলা আমাদের ভাষা,
বাংলার গর্বে ফুলে উঠে বুক
জাগে নব নব আশা।

রক্তমূল্য দিয়ে কিনেছি আমরা
মাতৃভাষা স্বাধীনতা,
বহুদিন পরে মায়ের আজিকে
ঘুচিল দুঃখ ব্যথা।

বাংলায় মোরা কথা বলি আর
বাংলায় গাহি গান,
বাংলার শ্যামল মাটিতে ফলে
সোনার ফসল ধান।

অাসিছে অমর একুশে ফেব্রুয়ারী
শুনি তারই আহ্বান,
মাতৃভাষা দিবসে নিলাম শপথ
রাখিব ভাষার মান।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

12 thoughts on “রক্তে লেখা মাতৃভাষা

  1. একুশ আমাদের অহংকার। একুশ আমাদের আজন্মের গর্ব। মহান একুশে আমাদের প্রেরণা। অমর হয়ে থাক একুশের আত্মদান। দারুণ লিখেছেন কবি দা। আমার শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

      সাথে থাকুন, পাশে রাখুন।

      জয়গুরু! জয়গুরু!

      জয়গুরু!

      1. মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

        সাথে থাকুন, পাশে রাখুন।

        জয়গুরু! জয়গুরু!

        জয়গুরু!

  2. অমর একুশে, বাঙালির পথদিশা, অমর একুশে দিবস আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, অমর একুশে আমাদের প্রাণের স্পন্দন। অমর একুশে শহীদ দিবস, মাতৃভাষা দিবস। ঐ দিনে আমরা স্মরণ করি ভাষা-আন্দোলনে যারা হাসি মুখে প্রাণ বলিদান দিয়ে মাতৃভাষার মান অক্ষুন্ন রেখে গেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

      সাথে থাকুন, পাশে রাখুন।

      জয়গুরু! জয়গুরু!

      জয়গুরু!

  3. বাংলা ভাষা সকলের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হোক।

    লেখা ভালো লেগেছে।

    1. মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

      সাথে থাকুন, পাশে রাখুন।

      জয়গুরু! জয়গুরু!

      জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

      সাথে থাকুন, পাশে রাখুন।

      জয়গুরু! জয়গুরু!

      জয়গুরু!

    2. আপনার সু-মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।
      সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।
      জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  4. অাসিছে অমর একুশে ফেব্রুয়ারী
    শুনি তারই আহ্বান,
    মাতৃভাষা দিবসে নিলাম শপথ
    রাখিব ভাষার মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার সু-মন্তব্যে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।
      সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।
      জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।