বছর ঘুরে বছর আসে
ফাল্গুনে হও সবাই হলুদ,
এতো রঙে রঙিন করলে
ঈমান করলে না মজবুত।
ঈমানের রঙে সাজালে না
ভ্যালেন্টাইন’ডে হলে লাল!
দুনিয়ার রঙে রঙিন হলে
সাদা’র জন্য প্রস্তুত তো কাল?
সময় থাকতে ছেড়ে দাও
দুনিয়ার এই মায়াজাল,
আজ নয় কাল গড়িমসি ছেড়ে
এখন’ই ধর চিরস্থায়ী হাল।
ছন্দ, বানান ও শব্দচয়নে লক্ষ্য রাখলে আপনার কবিতার মানোন্নয়ন হবে।
শুভেচ্ছা রইলো।
যথার্থ উপদেসের জন্য অশেষ শুকরান প্রিয় জনাব। অনেক ভালোবাসা জানবেন।
মূদ্রণ বিভ্রাট ব্যাতিরেকে আপনার লিখাকে বরাবরই আমার কাছে সমাজের প্রতি বার্তা মনে হয় কবি। অভিনন্দন।
অশেষ শুকরান প্রিয় মেম
দুনিয়া আছে জন্যই আমাদের মধ্যে কত শত জানা-অজানা। ভালোবাসা।
যদি না থাকতো মানে কেবল পরকালটাই যদি সম্বল হতো তাহলে কি হতো কবি ?
যদি পরকাল না থাকতো কি করতে?
প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হলে কথা বাড়ে কবি।
শব্দ আর যুক্তি ক্ষয় হয়। আমাকে প্রশ্ন না দিয়ে বোঝাতে পারতেন। বোঝানোর ক্ষেত্রে কেউ বিরক্ত বা রাগান্বিত এক্সাইটেড হলে আলাপ জমে না। ভালো থাকুন কবি।
দুনিয়া তো আমাদের সকলের জন্য একটা পরিক্ষা। যদি দুনিয়া না থাকে পরিক্ষা দিবো কোথায়?
ধন্যবাদ কবি। আশা করবো কোন একদিন বিস্তারিত লিখবেন। জানতে ইচ্ছে করছে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা কবি মোঃ সাহারাজ হোসেন।
অশেষ ভালোবাসা জানবেন প্রিয়।
শুভেচ্ছা রইলো।
অশেষ ভালোবাসা প্রিয় মেম
চমৎকার লেখনী………..
অশেষ শুকরান প্রিয় মেম