আজি বসন্ত প্রভাতে

“আজি বসন্ত প্রভাতে” কবিতাটি নব বসন্তের আগমনে লেখা সনেট কবিতা। এই কবিতায় ফাল্গুনে বনে বনে পলাশ আর শিমূলের গাছে ফুটে ওঠা রং-বাহারি ফুলের সৌরভে ছুটে আসা অলির গুঞ্জনের কথা কবিতায় বলা হয়েছে। আরো বলা হয়েছে অজয় নদীর ঘাটে প্রকৃতির শোভা অতি মনোহর।

তরুর শাখায় শাখায় নব কিশলয় আর আমের শাখে নব মুকুলিত মঞ্জুরী প্রকৃতিকে সৌরভে আমোদিত করে। শিমূলের গাছে গাছে প্রাকৃতিক বসন্ত উৎসব লেগে গেছে। পলাশের বনে উড়তে থাকে শত শত পাখি। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে শিমূল আর পলাশের বনে বর্ণময় শোভা সবার দৃষ্টি আকর্ষণ করে।

শব্দনীড় ব্লগের সাথে সংযুক্ত সকল কবিবন্ধু ও লেখকবন্ধুদের জানাই ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আজি বসন্ত প্রভাতে
লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের কুয়াশা মাখি আসিল ফাগুন,
তরুশাখে সুশোভিত নব কিশলয়।
পুষ্পিত কাননে অলি করে গুন গুন,
বসন্ত প্রভাতে ধরা ছবি মনে হয়।
বসন্ত আসিল আজি হৃদয়ে আগুন,
পুলকিত তাই আজি সবার হৃদয়।

আজি বসন্ত প্রভাতে রং লাগে মনে,
পূরবে অরুণ রবি ছড়ায় কিরণ।
ফাগুনের রং লাগে পলাশের বনে,
কুঞ্জে কুঞ্জে বিহগের মধুর মিলন।
দূরেতে অজয় নদী কুলু কুলু বয়,
অজয়ের নদীতটে জন কোলাহল।
শিমূল পলাশ বনে বর্ণ শোভাময়,
অজয় আপন বেগে বহে অবিরল।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

8 thoughts on “আজি বসন্ত প্রভাতে

  1. বসন্ত মানে প্রকৃতির রঙ। রঙ এর এই সৌন্দর্য সাধারণত অন্য সময় খুব একটা চোখে পড়ে না। এই কথাটি যেমন সত্য তেমনি এই বসন্ত নিয়ে লিখা আপনার কিছু সৃষ্টি আমাদেরকেও আনন্দ দিয়েছে মি. ভাণ্ডারী। বিশেষ করে আমি সিক্ত হয়েছি। ধন্যবাদ। :)

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
      ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      বাসন্তী শুভেচ্ছা।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
      ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      বাসন্তী শুভেচ্ছা।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
      ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      বাসন্তী শুভেচ্ছা।
      জয়গুরু!

  2. নিমগ্ন পাঠে মুগ্ধ হলাম কবি দা। সনেট এর জন্য অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
    ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    বাসন্তী শুভেচ্ছা।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।