মনে পড়ে তোমায়

মনে পড়ে তোমায়

,

আজ ভীষণ মনে পড়ছে তোমায়;
তোমার চোখ,ঠোঁট টানছে আমায় ।
এলো চুলে আঙুল খুলে
অজান্তেই বকুল জড়ায় ।

কোথায় থাকো কোন্ গ্রহের তলে,
আসবে কি আর কখনো বল তুমি;
আমার ভাঙা ঘরে
পরশ প্রদীপ জ্বেলে ।

বিরহ অনলে সুখের দহন জ্বলে
আমার হৃদয় পুড়ে হইলো ছাই;
এই তুমি থাকলে পাশে
কষ্টগুলো যাই ভুলে ।

কেমনে ভুলি মেঘবতী মেঘবালিকা
স্বপ্ন চয়নিকা দ্বিচারিণী জুঁই চামেলী;
পুষ্প বৃন্তে মুগ্ধ-পিপীলিকা
শুভ্র পালকের যুথিকা ।

তোমার মাঝে আমার বাস-আমার মাঝে তুমি,
দু’টি দেহের একটি প্রাণ মধুরীমা কৃষ্ণকলি ।
শতবার ভুলতে চেয়েছি
হয়নি শুধু ভুলা ।

6 thoughts on “মনে পড়ে তোমায়

  1. 'কোথায় থাকো কোন্ গ্রহের তলে,
    আসবে কি আর কখনো বল তুমি;
    আমার ভাঙা ঘরে
    পরশ প্রদীপ জ্বেলে।'

    শব্দ সারল্যে একরাশ মুগ্ধতা প্রিয় কবি মি. সুজন হোসাইন। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।