দোলপূর্ণিমার কবিতা

আজ শুভ দোলপূর্ণিমা। শব্দনীডের সাথে সংযুক্ত সকল কবিগণকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক আবীর শুভেচ্ছা। দোল পূর্ণিমায় বসন্ত উত্সব জাতীয় জীবনে সর্বাঙ্গীন। শিশু-বৃদ্ধ-যুবা সকলেই জাতিধর্মনির্বিশেষে তাই এই উত্সবে মেতে ওঠে।

কৃষ্ণের লীলাভূমি নামে পরিচিত মথুরায় দোল উত্সব হল বহু ভক্তজনের আনন্দের লীলানিকেতন। এখানেই রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে দোল খেলতেন কৃষ্ণ। মথুরায় পালিত হওয়া আবীর হোলির প্রথা রাধা-কৃষ্ণের আমল থেকেই চলে আসছে।

আসুন, আমরা সকলেই বসন্ত উত্সবে মেতে উঠি। শুধু রং আর আবীর দিয়ে নয়, ভালবাসার রঙে আমরা নিজেদেরকে রাঙিয়ে তুলি। মানুষে মানুষে ভালবাসাই একমাত্র জাতির প্রগতির পথ। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

দোলপূর্ণিমার কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী

দোলযাত্রা পূর্ণিমার পূণ্য শুভক্ষণে,
উপস্থিত ভক্ত যত সবে বৃন্দাবনে।
বৃন্দাবনে রং খেলে ব্রজের নন্দন,
সহস্র গোপিনী তথা আনন্দে মগন।

সেই হতে বিশ্বজুড়ে শুরু রং খেলা,
আনন্দেতে সবাকার কাটে সারাবেলা।
পলাশের বনে বনে ফুটে আছে ফুল,
চতুর্দিকে সুবাসিত নির্গন্ধা শিমূল।

পূন্য শুভদিনে সবে মিলি একসাথে,
রং দেয় সবাকারে উত্সবে মাতে।
শিশু যুবা সবাকার হরষিত চিত্ত,
রং খেলে হাসে গায় সবে করে নৃত্য।

পূর্ণিমার দোলযাত্রা পূন্য শুভক্ষণে,
রচিল লক্ষ্মণ কাব্য পড়ে সর্বজনে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

4 thoughts on “দোলপূর্ণিমার কবিতা

  1. পূর্ণিমার দোলযাত্রা পূন্য শুভক্ষণে,
    রচিল লক্ষ্মণ কাব্য পড়ে সর্বজনে। ___ অভিনন্দন কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দোলপূর্ণিমার শুভেচ্ছা প্রিয় কবি দা। যেখানে থাকুন ভাল থাকুন এই কামনা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আপনার জন্য অনেক শুভেচ্ছা কবি দা। সমাজে আমরা মিলেমিশে থাকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. দোলপূর্ণিমার কবিতায় অভিভূত হলাম প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।