আজ শুভ দোলপূর্ণিমা। শব্দনীডের সাথে সংযুক্ত সকল কবিগণকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক আবীর শুভেচ্ছা। দোল পূর্ণিমায় বসন্ত উত্সব জাতীয় জীবনে সর্বাঙ্গীন। শিশু-বৃদ্ধ-যুবা সকলেই জাতিধর্মনির্বিশেষে তাই এই উত্সবে মেতে ওঠে।
কৃষ্ণের লীলাভূমি নামে পরিচিত মথুরায় দোল উত্সব হল বহু ভক্তজনের আনন্দের লীলানিকেতন। এখানেই রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে দোল খেলতেন কৃষ্ণ। মথুরায় পালিত হওয়া আবীর হোলির প্রথা রাধা-কৃষ্ণের আমল থেকেই চলে আসছে।
আসুন, আমরা সকলেই বসন্ত উত্সবে মেতে উঠি। শুধু রং আর আবীর দিয়ে নয়, ভালবাসার রঙে আমরা নিজেদেরকে রাঙিয়ে তুলি। মানুষে মানুষে ভালবাসাই একমাত্র জাতির প্রগতির পথ। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
দোলপূর্ণিমার কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী
দোলযাত্রা পূর্ণিমার পূণ্য শুভক্ষণে,
উপস্থিত ভক্ত যত সবে বৃন্দাবনে।
বৃন্দাবনে রং খেলে ব্রজের নন্দন,
সহস্র গোপিনী তথা আনন্দে মগন।
সেই হতে বিশ্বজুড়ে শুরু রং খেলা,
আনন্দেতে সবাকার কাটে সারাবেলা।
পলাশের বনে বনে ফুটে আছে ফুল,
চতুর্দিকে সুবাসিত নির্গন্ধা শিমূল।
পূন্য শুভদিনে সবে মিলি একসাথে,
রং দেয় সবাকারে উত্সবে মাতে।
শিশু যুবা সবাকার হরষিত চিত্ত,
রং খেলে হাসে গায় সবে করে নৃত্য।
পূর্ণিমার দোলযাত্রা পূন্য শুভক্ষণে,
রচিল লক্ষ্মণ কাব্য পড়ে সর্বজনে।
পূর্ণিমার দোলযাত্রা পূন্য শুভক্ষণে,
রচিল লক্ষ্মণ কাব্য পড়ে সর্বজনে। ___ অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
দোলপূর্ণিমার শুভেচ্ছা প্রিয় কবি দা। যেখানে থাকুন ভাল থাকুন এই কামনা করি।
আপনার জন্য অনেক শুভেচ্ছা কবি দা। সমাজে আমরা মিলেমিশে থাকি।
দোলপূর্ণিমার কবিতায় অভিভূত হলাম প্রিয় কবি।