গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
কেহ বলে নদ তারে কেহ নদী কয়।
অজয়ের দুই পারে সারি সারি গাছ,
নদীজলে জেলে সব রোজ ধরে মাছ।
গাঁয়ে আছে ছোট দিঘি সোনাদিঘি নাম,
পাড়ে তার সারি সারি আম আর জাম।
দিঘিতে হাঁসের দল কাটিছে সাঁতার,
ছেলেরা সাঁতার কাটে জলে চারিধার।
দিবসের শেষে রবি আলোক হারায়,
গাঁয়ের অজয় চরে আঁধার ঘনায়।
নীড়ে নীড়ে পাখিসব কলরব করে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।
রাত কাটে হয় ভোর অজয়ের ঘাটে,
সোনারবি উঁকি দেয় চাঁপাডাঙা মাঠে।
"দিবসের শেষে রবি আলোক হারায়, গাঁয়ের অজয় চরে আঁধার ঘনায়। নীড়ে নীড়ে পাখিসব কলরব করে, সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।"
সুন্দর গ্রামীণ ছবি ।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সময় অভাবে আপনাদের
পাতায় যেতে পারছি না বলে সবাকার কাছে মার্জনা চাইছি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!
দিবসের শেষে রবি আলোক হারায়,
গাঁয়ের অজয় চরে আঁধার ঘনায়।
নীড়ে নীড়ে পাখিসব কলরব করে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে। ___ ঘুরে এলাম অজয়ের ঘাটে মি. ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সময় অভাবে আপনাদের
পাতায় যেতে পারছি না বলে সবাকার কাছে মার্জনা চাইছি।
আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন কৃতজ্ঞচিত্তে নিবেদন করি।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!
সুন্দর ছন্দ।
লেখাটা মনে হয় আগেও পড়েছি,
আগে কি সামহোয়্যার ইন ব্লগে প্রকাশ করেছিলেন?
সাম হোয়্যার ব্লগে কবিতাটির ছবিটা হুবহু এক। কিন্তু কবিতাটি নয়।
কবিতাটি এইরকম:
অজয় নদীর ধারা
লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ধারা বহে অবিরাম,
দুইধারে ছায়াঘেরা ছোট ছোট গ্রাম।
রাঙাপথে আসে যত গ্রাম্যবধূ সব,
গাছে গাছে পাখিদের শুনি কলরব।
অজয় নদীর ধারা অবিরত বয়,
নদীজল কলকল শব্দে কথা কয়।
সরু বালি চরে আসে শালিকের দল,
সারাদিন চরে বসে খেলে অবিরল।
অজয় নদীর ধারা সদা বয়ে চলে,
নদীঘাট সারাদিন ভরে কোলাহলে।
বেলাশেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।
শ্মশানে জ্বলিছে চিতা অজয়ের পারে,
রাত কাটে ভোর হয় নদীর কিনারে।
প্রিয়কবিকে দেখে নিতে অনুরোধ রইল।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!
খুউব ভাল লাগে আপনার লেখা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সময় অভাবে আপনাদের
পাতায় যেতে পারছি না বলে সবাকার কাছে মার্জনা চাইছি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!
অনেক সুন্দর একটি লিখা।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সময় অভাবে আপনাদের
পাতায় যেতে পারছি না বলে সবাকার কাছে মার্জনা চাইছি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!
রাত কাটে হয় ভোর অজয়ের ঘাটে,
সোনারবি উঁকি দেয় চাঁপাডাঙা মাঠে। অসাধারণ কবি ভাণ্ডারী দা।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সময় অভাবে আপনাদের
পাতায় যেতে পারছি না বলে সবাকার কাছে মার্জনা চাইছি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!
চমৎকার।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। সময় অভাবে আপনাদের
পাতায় যেতে পারছি না বলে সবাকার কাছে মার্জনা চাইছি।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি সহ শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।জয়গুরু!