ভালবাসার গল্প-১
ভালবাসার গল্প শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে ২৬৯ খ্রীষ্টাব্দে। রোমের চিকিৎসক তখন সেন্ট ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইনের চিকিৎসায় দৃষ্টি ফিরে পেল নগর জেলারের একমাত্র কন্যা। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর সে দেখতে পেল পৃথিবী কত সুন্দর, সবুজ গাছে পাখিদের কলরব, কুসুম কাননে অলির গুঞ্জন, সবচেয়ে আশ্চর্য হল মানুষের মন। এই মন যাকে দেওয়া যায় তা কিছুতেই ফিরে নেওয়া যায় না। যার অপর নাম ভালবাসা। ভালবাসায় দুজনের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। সেই থেকে জন্ম নিয়েছিল তাদের ভালোবাসার অমর গাঁথা। ভালোবাসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলতে হয় ফেব্রুয়ারির এই ১৪ তারিখে। তারপর এই ভালোবাসার স্বীকৃতি পেতে দুই শতাব্দী নীরবে-নিভৃতে পালন করতে হয়েছে ১৪ই ফেব্রুয়ারিকে।
(চলবে)
এই পর্যন্ত পড়ে রাখলাম মি. ভাণ্ডারী। এখন অপেক্ষা …
দারুণ শুরুবাদ কবি।
আজ বোধকরি ভূমিকা পড়লাম প্রিয় কবি দা।
ভালবাসা শুধু ভালবাসা। ভালবাসা শুধু ভালবাসাই।
আশা করছি ভালো ভাবে এগুবে ধারাবাহিকটি। এবং নিয়মিত।